খাগড়াছড়ি জেলার মহালছড়িতে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের স্বদেশ প্রত্যাবর্তন দিবস ও ক্ষণ গণনা উপলক্ষ্যে উপজেলা প্রশাসনের নানা আয়োজন ও উপজেলা ছাত্রলীগের আয়োজনে এক বিশাল র্যাতলী ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।

উক্ত দিবস ও ক্ষণ গণনা উপলক্ষে ১০ জানুয়ারি শুক্রবার দুপুর তিনটার সময় মহালছড়ি উপজেলা আওয়ামীলীগের দলীয় কার্যালয় থেকে এক বিশাল র‍্যালি মহালছড়ির বিভিন্ন গুরত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে আবার দলীয় কার্যালয়ে এসে শেষ হয়।

এরপর দলীয় কার্যালয়ে এক আলোচনা সভায় অংশ নেই অতিথিরা। উক্ত আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মহালছড়ি উপজেলা আওয়ামী লীগ সভাপতি ও সদর ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান রতন কুমার শীল। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মহালছড়ি উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক ও উপজেলা পরিষদ ভাইস চেয়ারম্যান জসিমউদদীন, যুগ্ম সাধারণ সম্পাদক আনোয়ার হোসেন (আনু), উপজেলা আওয়ামী যুবলীগ সভাপতি দীপন ধর, সাধারণ সম্পাদক রেজাউল হক মাসুদ, সেচ্ছাসেবক লীগ সভাপতি লিটন আচার্য্য,খাগড়াছড়ি জেলা ছাত্রলীগ শিক্ষা ও পাঠচক্র বিষয়ক সম্পাদক রোকন মিয়া, আইন বিষয়ক সম্পাদক রিপন ওঝা, উপজেলা ছাত্রলীগ সভাপতি জিয়াউর রহমান, সহসভাপতি আবদুর রশিদ, সহসভাপতি মনিশংকর চৌধুরী সাধারণ সম্পাদক রনজিত দাশ, যুগ্মসম্পাদক সোহেল মিয়া, প্রচার সম্পাদক কুরাইসিন খান সহ বিভিন্ন ইউনিটের ছাত্রলীগ নেতৃবৃন্দ ও সংবাদকর্মীগণ উপস্থিত ছিলেন।

আলোচনা সভায় বক্তারা বলেন বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বাঙালি জাতিকে অনুপ্রাণিত করেছিলেন। তিনি ছিলেন মুক্তিযোদ্ধাদের অনুপ্রেরণা। বক্তারা আরো বলেন ১৯৭১ সালে মহান মুক্তিযুদ্ধে লক্ষ লক্ষ শহীদের রক্তের বিনিময়ে স্বাধীনতা অর্জনের পর ১৯৭২ সালের এই দিনে পাকিস্তানে দীর্ঘ কারাবাস শেষে সদ্য স্বাধীন ও সার্বভৌম বাংলাদেশের মাটিতে ফিরে আসেন বাঙালি জাতির অবিসংবাদিত নেতা, স্বাধীনতা সংগ্রামের মহানায়ক বঙ্গবন্ধু।
২০২০ সালের ১৭ মার্চ জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মগ্রহণের শততম বছর পূর্ণ হবে। ওই দিন থেকে ২০২১ সালের ১৭ মার্চ পর্যন্ত জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবর্ষ উদযাপন করা হবে। এই উপলক্ষে সারা দেশের ন্যায় মহালছড়িতেও মহালছড়ি উপজেলা প্রশাসনের আয়োজনে টাউন হল প্রাঙ্গণে সাড়ে ৬ টার সময় প্রধান মন্ত্রী কতৃক ক্ষণগণনা কর্মসূচির শুভ উদ্বোধনী অনুষ্ঠান প্রজেক্টেরের মাধ্যমে দেখানো হয়। এছাড়াও মুজিববর্ষের ক্ষণ গণনার ঘড়ি উপজেলা ভবনে স্থাপন সহ মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়।

উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মহালছড়ি উপজেলা নির্বাহী কর্মকর্তা প্রিয়াংকা দত্ত। আরো উপস্থিত ছিলেন বিভিন্ন অফিসে কর্মরত সরকারি বেসরকারি কর্মকর্তাসহ জন প্রতিনিধিগণ।

মিল্টন চাকমা কলিন, মহালছড়ি প্রতিনিধি