নওগাঁর আত্রাইয়ে, আত্রাই বাসীর দীর্ঘ দিনের প্রাণের দাবি আত্রাই আহসানগঞ্জ রেলস্টেশনে দ্রুতযান এক্সপ্রেস ট্রেনের যাত্রা বিরতির শুভ উদ্ভোধন করা হয়েছে। আজ শুক্রবার প্রাণের দাবি পূরণে আত্রাই আহসানগঞ্জ রেল স্টেশনে দ্রুতযান এক্সপ্রেস ট্রেনটির যাত্রা বিরতীর শুভ উদ্বোধন করেন,নওগাঁ-৬(আত্রাই- রাণীনগর) এর সংসদ সদস্য জনাব মোঃ ইসরাফিল আলম।

উক্ত উদ্বোধনী অনুষ্ঠানে ভোঁ-পাড়া ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি মোঃ আবুল কাশেমের সভাপতিত্বে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন, ইসরাফিল আলম এমপি, তিনি বলেন, নিরাপদ যোগাযোগ ব্যবস্থায় রেলপথ গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে এবং এই এলাকার মানুষের যাতায়াত ব্যবস্থার এক বৈপ্লবিক পরিবর্তন ঘটবে।
পাশাপাশি আজ ১০ই জনুয়ারি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের স্বদেশ প্রত্যাবর্তন দিবস ও মুজিববর্ষের ক্ষণগণনার শুভ উদ্বোধন ও ঘোষণা করেন তিনি।

উদ্বোধনী অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন, আত্রাই উপজেলা আওয়ামীলীগের সভাপতি শ্রী নৃপেদ্রনাথ দত্ত দুলাল,সহ-সভাপতি ও আত্রাই উপজেলা পরিষদের চেয়ারম্যান আলহাজ্ব মোঃ এবাদুর রহমান , সাধারণ সম্পাদক চৌধুরী গোলাম মোস্তফা বাদল, প্রচার সম্পাদক আফছার আলী প্রামানিক, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান ও আত্রাই উপজেলা আওয়ামী যুবলীগের সভাপতি শেখ মোঃ হাফিজুল ইসলাম, আত্রাই সেইসব উপজেলা আওয়ামী লীগের দপ্তর সম্পাদক মোঃ ফজলে রাব্বী জুয়েল, মহিলা ভাইস চেয়ারম্যান মমতাজ বেগম প্রমুখ।

মোঃ খালেদ বিন ফিরোজ, নওগাঁ প্রতিনিধি