মদারীপুর শেখ কামাল হোমিওপ্যাথিক মেডিকেল কলেজে সোমবার (৬ জানুয়ারী) সকাল ১১ টায় হাসপাতালের বহি:বিভাগ কার্যক্রমের শুভ উদ্ধোধন উপলক্ষ্যে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
শেখ কামাল হোমিওপ্যাথিক মেডিকেল কলেজ এর অধ্যক্ষ (ভারপ্রাপ্ত) ডাঃ এমদাদুল হক খান এর সভাপতিত্বে ও ডাঃ আতাউর রহমান খান এর সঞ্চালনায় প্রধান অতিধি হিসেবে উপস্থিত ছিলেন জানাব, মোঃ ওয়াহিদুল ইসলাম, জেলা প্রশাসক, মাদারীপুর। বিশেষ অতিথি ছিলেন উত্তম প্রসাদ পাঠক, পুলিশ সুপার (ভারপ্রাপ্ত) মাদারীপুর, জনাব, মোঃ খালিদ হোসেন ইয়াদ, পৌর মেয়র, মদারীপুর। এসময় কলেজের ম্যানেজিং কমিটির সদস্য ও কলেজের সকল প্রভাষক সহ কলেজের সকল ছাত্র-ছাত্রী উপস্থিত ছিলেন । উদ্ধোধনের পরে কলেজটিতে ৬ জানুয়ারী থেকে ০৪ দিন ব্যাপি বিনামূল্যে চিকিৎসা ও ঔষধ বিতরন করা হবে।
এসময় প্রধান অতিথি বলেন, কলেজটির উত্তর-উত্তোর উন্নতি হচ্ছে আজ কলেজে হাসপাতাল বহি:বিভাগ শুভ উদ্ধোধনের মাধ্যমে কলেজের পূর্নতা লাভ করে।
সাবরীন জেরীন,মাদারীপুর।