জাতিসংঘ শান্তি রক্ষা মিশনে বাংলাদেশ বিমান বাহিনীর ১১০ সদস্য মালির উদ্দেশে দেশ ত্যাগ, শনিবার রাত ৩টার দিকে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমান বন্দর থেকে জাতিসংঘের একটি ভাড়া করা বিমানে ঢাকা ত্যাগ করলেন তারা। জাতিসংঘ শান্তি রক্ষা মিশনে যোগ দিবেন তারা। মিশনে বাংলাদেশ বিমান বাহিনী মালীতে কন্টিজেন্ট প্রতিস্থাপন করবেন। এই কন্টিজেন্টের নেতৃত্বে থাকবেন গ্রুপ ক্যাপ্টেন জাহিদুল ইসলাম খান। ঢাকা ত্যাগ করার সময় বিমান বন্দরে তাদেরকে বিদায় জানান বিমান বাহিনীর ঊর্ধ্বতন কর্মকর্তারা।

এসময় দোয়া মোনাজাতের মাধ্যমে তাদের সফলতা কামনা করা হয়। পরে এক ব্রিফিংয়ে গ্রুপ ক্যাপ্টেন সাংবাদিকদের বলেন, মালীতে বিবাদমান সংঘাত নিরসনে অত্যন্ত দক্ষতা, পেশাদারিত্ব ও আন্তরিকতার সাথে দায়িত্ব পালনে সক্ষম হয়েছে বাংলাদেশ বিমান বাহিনী। ভবিষ্যতে তারা শান্তিরক্ষা মিশনে আরও ভুমিকা রাখতে চান।

Image courtesy : Md Masudur Rahman Sohel