চট্টগ্রাম ও ঢাকা থেকে সাড়ে সাত হাজার ইয়াবাসহ দুই বিদেশি ও এক দেশি ফুটবলারকে গ্রেফতার করেছে বাকলিয়া থানা পুলিশ। শুক্রবার (৩ জানুয়ারি) রাতে চট্টগ্রাম নগরের বাকলিয়া থানার শাহ আমানত সেতু এলাকা থেকে ইয়াবাসহ দুই বিদেশি ও পরে তাদের দেয়া তথ্যের ভিত্তিতে শনিবার (৪ জানুয়ারি) সকালে ঢাকা থেকে এক বাংলাদেশি ফুটবলারকে গ্রেফতার করা হলেও এ নিয়ে দিনভর চলে লুকোচুরি। তবে রাত সাড়ে ৭টার দিকে বিষয়টি নিশ্চিত করেন বাকলিয়া থানার ওসি নেজাম উদ্দিন।
গ্রেফতার বাংলাদেশি ফুটবলার হলেন- মো. মাসুদ (২৪) এবং দুই বিদেশি ফুটবলার হলেন- ঘানার নাগরিক ফ্রাঙ্ক ও রিচার্ড। তার দুজনই বাংলাদেশের বিভিন্ন ক্লাবে ভাড়ায় ফুটবল খেলেন। গ্রেফতার মাসুদ কুমিল্লার দাউদকান্দি এলাকার বাসিন্দা। তার দাবি, তিনি জাতীয় দলের ফুটবলার। তবে এ বিষয়ে নিশ্চিত হওয়া যায়নি। একটি সূত্রে জানা গেছে, জাতীয় পর্যায়ে তিনি অনূর্ধ-১৯ ফুটবল দলে খেলতেন। অন্যদিকে ঘানার ওই দুই নাগরিক নিজেদের ফুটবলার দাবি করে জানিয়েছেন, ক্লাব ফুটবল খেলতে ঘানা থেকে এসেছেন তারা। গত ৪-৫ বছর ধরেই তারা বাংলাদেশে ফুটবল খেলছেন বলেও দাবি করেন।
ফ্রাঙ্ক ও রিচার্ড নামের ওই বিদেশি প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানিয়েছেন, ফুটবল খেলতেই তারা ঢাকা থেকে কক্সবাজার গিয়েছিলেন। কিন্তু সেখানে খেলা না হওয়ায় তারা ঢাকায় ফিরে যাচ্ছিলেন। ফেরার সময় কক্সবাজারের এক ব্যক্তি ইয়াবাভর্তি প্যাকেটটি মাসুদকে দেওয়ার জন্য দিয়েছিলেন।
বাকলিয়া থানার ওসি মোহাম্মদ নেজাম উদ্দিন বলেন, ‘শুক্রবার রাতে আমরা ইয়াবাসহ ২ বিদেশি নাগরিককে গ্রেফতার করেছি। তাদের দেওয়া তথ্যের ভিত্তিতে অভিযান চালিয়ে মাসুদ নামে আরেকজনকে সকালে গ্রেফতার করা হয়েছে। তারা দাবি করছেন তারা ক্লাব ফুটবল খেলেন। তবে এই বিষয়ে আমরা এখনো নিশ্চিত হতে পারিনি। মাসুদ জানিয়েছেন তিনি জাতীয় দলের ফুটবলার। তবে আমরা খোঁজখবর নিয়ে দেখেছি সে অনুর্ধ্ব ১৯ দলে খেলতো।’
তিনি আরও বলেন, ইয়াবাসহ গ্রেফতার এই তিন ফুটবলারকে বিকেলে চট্টগ্রামের একটি আদালতে তুলে তিন দিনের রিমান্ড চেয়েছে পুলিশ।