খাগড়াছড়ি জেলার মহালছড়িতে মহালছড়ি সেনা জোন কতৃক অসহায় দরিদ্রদের মাঝে শীত বস্ত্র বিতরণ করা হয়েছে। ৪ জানুয়ারী (শনিবার) সন্ধ্যা ৭ টার সময় মহালছড়ি চৌংড়াছড়ি হেডম্যান পাড়া গ্রামে অসহায় গরীব ও দুঃস্থদের মাঝে এই শীতবস্ত্র বিতরণ করা হয়। শীতকে উপেক্ষা করে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে মহালছড়ি সেনা জোনের জোন অধিনায়ক লে. কর্ণেল মেহেদি হাসান (পিএসসি) উক্ত গ্রামের প্রায় ২ শতাধিক শীতার্তদের মাঝে শীতের কাপড় ও কম্বল বিতরণ করেন। এ সময় সংক্ষিপ্ত বক্তব্যে তিনি বলেন গরীব, অসহায় ও শীতার্তদের কথা চিন্তা করে উক্ত কার্যক্রম চলমান থাকবে। এই সময় আরো উপস্থিত ছিলেন ১ নং সদর ইউনিয়নের ৬ নং ওয়ার্ডের ইউপি সদস্য মংশিহ্লা মারমাসহ এলাকার গণ্যমান্য ব্যাক্তিবর্গ।

মহালছড়ি, খাগড়াছড়ি প্রতিনিধি