বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকী উপলক্ষে ২০২০ সালের ১৭ মার্চ থেকে ২০২১ সালের ১৭ মার্চ পর্যন্ত দেশব্যাপী ব্যাপক ও বিশাল পরিসরে ‘মুজিববর্ষ’ পালনের প্রস্তুতি গ্রহণ করেছে। জাতির পিতার প্রতি শ্রদ্ধা জ্ঞাপনের জন্য দেশের ক্রীড়াঙ্গনে থাকছে নানা আয়োজন। এরমধ্যে সবচেয়ে বড় চমকটি জানানো হলো বাংলাদেশ ফুটবল ফেডারেশনের (বাফুফে) পক্ষ থেকে। বাংলাদেশ আসছেন ডিয়েগো ম্যারাডোনা। বিষয়টি নিশ্চিত করেছেন বাফুফে সাধারণ সম্পাদক আবু নাঈম সোহাগ।
আর্জেন্টাইন কিংবদন্তি কবে আসছেন সেটি এখনও চূড়ান্ত হয়নি। এরই মধ্যে সবুজ সংকেত পাওয়া গেছে ১৯৮৬ সালের বিশ্বকাপ জয়ীর পক্ষ থেকে। দুই দিন আগেই এক সংবাদ সম্মেলনে আবু নাঈম সোহাগ জানিয়েছিলেন, বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকী উপলক্ষে আন্তর্জাতিক ফুটবল সংস্থার (ফিফা) স্মরণাপন্ন হয়েছেন তারা। শনিবার ফেডারেশন সাধারণ সম্পাদক বলেন, ‘ঢাকায় আসছেন ডিয়োগো ম্যারাডোনা। দিন-ক্ষণ এখনও চূড়ান্ত হয়নি।’ এর আগে ২০০৬ বিশ্বকাপের পর ঢাকায় এসেছিলেন ১৯৯৮ সালে ফ্রান্সের হয়ে বিশ্বকাপ জয়ী জিনেদিন জিদান। এরপর আর্জেন্টিনা জাতীয় দলসহ ২০১১ সালে বাংলাদেশে আসেন লিওনেল মেসি।