খাগড়াছড়ি জেলার মহালছড়ি উপজেলায় ২০১৯ সালের জে এস সি পরীক্ষায় মোট দুটি কেন্দ্রে জে এস সি পরীক্ষা অনুষ্ঠিত হয়। মহালছড়ি সরকারি উচ্চ বিদ্যালয় ও মাইসছড়ি উচ্চ বিদ্যালয়ে পরীক্ষার্থীরা অংশগ্রহন করে। শিক্ষাবোর্ড ওয়েব সুত্রে জানা যায় মহালছড়িতে এবারের জে এস সি পরীক্ষায় মোট পরীক্ষার্থীর সংখ্যা ছিলো ১৩৭৩ জন তার মধ্যে পাশ করেছে ১০৬০ জন।
পাশের হার ৭৭.২০%। তার মধ্যে মহালছড়ি সরকারী উচ্চ বিদ্যালয়ে ৬টি স্কুলের মোট ৬৫৪ জন পরীক্ষার্থী অংশগ্রহন করে, পাশ করে ৪৭৭ জন। পাশের হার ৭২.৯৪%। অন্যদিকে মাইসছড়ি উচ্চ বিদ্যালয় থেকে ৮টি স্কুলের মোট ৭১৯ জন পরীক্ষার্থী অংশগ্রহন করে, পাশ করে ৫৮৩ জন। পাশের হার ৮১.০৮%।
এবারের জে এস সি পরীক্ষায় মহালছড়িতে এ+ পেয়েছে ৫ জন, তার মধ্যে মহালছড়ি এপিবিএন আইডিয়াল স্কুল এন্ড কলেজে এ+ পেয়েছে ৪ জন ও মহালছড়ি সরকারি উচ্চ বিদ্যালয়ে এ+ পেয়েছে ১ জন।
কলিন চাকমা, (মহালছড়ি) খাগড়াছড়ি