ঢাকা মহানগর পুলিশে (ডিএমপি) উপকমিশনার (ডিসি) পদমর্যাদার চার কর্মকর্তাকে বদলি করা হয়েছে। সোমবার (৩০ডিসেম্বর) ডিএমপির সদর দপ্তর থেকে জারি করা এক অফিস আদেশে এ তথ্য জানা গেছে।

ডিএমপির অফিস আদেশে বলা হয়, ডিএমপির ডিসি মো. ওয়ালিদ হোসেনকে প্রকিউরমেন্ট এন্ড ওয়ার্কশপ বিভাগের ডিসি হিসেবে বদলি করা হয়েছে। আর ট্রাফিক উত্তর বিভাগের ডিসি প্রবীর কুমার রায়কে ডিসি অপারেশনস, মো. সাইফুল হককে ট্রাফিক উত্তর বিভাগে এবং মোহাম্মদ নজরুল ইসলামকে পাবলিক অর্ডার ম্যানেজমেন্টের (পিওএম) পশ্চিম বিভাগে ডিসি হিসেবে বদলি করা হয়েছে।