মাদারীপুরে সাংবাদিকদের শীর্ষ সংগঠন মৈত্রী মিডিয়া সেন্টারের উদ্যোগে অসহায় ও দুঃস্থ শীতার্তদের মাঝে শনিবার (২৮ ডিসেম্বর) শহরের অখিল বন্ধু সাহা সড়ক এলাকায় মৈত্রী মিডিয়া সেন্টার মিলনায়তনে কম্বল বিতরণ করা হয়েছে।

সংগঠনের সভাপতি সাংবাদিক মাহবুবুর রহমান বাদল এর সভাপতিত্বে ও ইতালি মিলান বাঙলা প্রেসক্লাবের প্রতিষ্ঠাতা সভাপতি রিয়াজুল ইসলাম কাওছার এর সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে কম্বল বিতরণ করেন ,মাদারীপুর সদর উপজেলার নির্বাহী কর্মকর্তা মো: সাইফুদ্দিন গিয়াস । এসময় উপস্তিত ছিলেন, মৈত্রী মিডিয়া সেন্টারের সাধারণ সম্পাদক এস এম আরাফাত হাসান, সহ-সভাপতি সঞ্জয় কর্মকার অভিজিৎ, ফরিদ উদ্দিন মুপ্তি, যুগ্ন-সম্পাদক মেহেদী হাসান সোহাগ, আব্দুল্লাহ আল মামুন,সাংগঠনিক সম্পাদক মহিবুল হাসান লিমন, সংগঠনের মহিলা সম্পাদিকা সাবরীন জেরীন সহ সংগঠনের সকল নেতৃবৃন্দ এসময় উপস্থিত ছিলেন।

সাবরীন জেরীন,মাদারীপুর।