মিয়া গোলাম পরওয়ার জামায়াতে ইসলামীর সেক্রেটারি জেনারেল নির্বাচিত হয়েছেন। জামায়াতের আমীর শফিকুর রহমান গতকাল বৃহস্পতিবার তাঁকে এই পদে শপথ পাঠ করান। গোলাম পরওয়ার আগের কমিটির কেন্দ্রীয় নায়েবে আমীর ছিলেন। জামায়াতের কেন্দ্রীয় প্রচার বিভাগের এম আলম এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ কথা জানিয়েছেন।
মিয়া গোলাম পরওয়ার ২০০১ সালের ১ অক্টোবর অনুষ্ঠিত ৮ম জাতীয় সংসদ নির্বাচনে খুলনা-৫ আসন থেকে জাতীয় সংসদ সদস্য নির্বাচিত হন। ছাত্রজীবন থেকেই তিনি রাজনীতির সঙ্গে জড়িত। ১৯৭৪ সালে তিনি জাসদ ছাত্রলীগে যোগদান করেন। ১৯৭৭ সালে ইসলামী ছাত্রশিবিরের সঙ্গে জড়িত হন। তিনি খুলনা মহানগরীর সেক্রেটারির দায়িত্বও পালন করেন। ছাত্রজীবন শেষ করেই তিনি জামায়াতে ইসলামীতে যোগদান করেন।
১৯৯৬-২০১১ সাল পর্যন্ত খুলনা মহানগরী জামায়াতের আমীর হিসেবে দায়িত্ব পালন করেন। ২০১২ সালের এপ্রিল থেকে ২০১৬ সালের নভেম্বর পর্যন্ত জামায়াতের কেন্দ্রীয় সহকারী সেক্রেটারি জেনারেল হিসাবে দায়িত্ব পালন করেন।