ঢাকার দুই সিটি করপোরেশন নির্বাচনে দলীয় মনোনয়ন লাভের আশায় বিএনপি থেকে ফরম কিনেছেন তিন নেতা। বৃহস্পতিবার (২৬ ডিসেম্বর) বিকেলে নয়াপল্টনে দলীয় কার্যালয়ে গিয়ে তারা ফরম সংগ্রহ করেন।
ঢাকা উত্তর সিটি করপোরেশনে দলীয় মনোনয়ন পাওয়ার আশায় ফরম সংগ্রহ করেছেন বিএনপির নির্বাহী কমিটির সদস্য গত সিটি নির্বাচনে দলীয় প্রার্থী তাবিথ আউয়াল ও বিএনপির বিশেষ সম্পাদক ড. আসাদুজ্জামান রিপন। এসময় ইভিএমে সুষ্ঠু নির্বাচন না হওয়ার আশঙ্কা প্রকাশ করেন তাবিথ আউয়াল। ড. আসাদুজ্জামান রিপন বলেন, নির্বাচন সুষ্ঠু হবে না বিএনপি জানে, কিন্তু আন্দোলনের অংশ হিসেবে তারা অংশ নিচ্ছেন। এরমধ্য দিয়ে বেগম জিয়ার মুক্তি আন্দোলন ত্বরান্বিত হবে। নির্বাচন সুষ্ঠু হলে বিএনপি জিতবে।
অপরদিকে ঢাকা দক্ষিণ সিটির মনোনয়ন পেতে ফরম সংগ্রহ করেছেন অবিভক্ত ঢাকার সাবেক মেয়র সদ্য প্রয়াত সাদেক হোসেন খোকার বড় ছেলে বিএনপির বিদেশ বিষয়ক কমিটির সদস্য ইশরাক হোসেন।
বিএনপির সহ-দফতর সম্পাদক মুনীর হোসেন বলেন, বিকেল ৫টা পর্যন্ত মেয়র পদে তিনজন ফরম নিয়েছেন। শুক্রবারও (২৭ ডিসেম্বর) ফরম নিতে পারবেন। তবে শুক্রবার বিকেল ৫টার মধ্যে ফরম পূরণ করে জমা দিতে হবে। শনিবার (২৮ ডিসেম্বর) মনোনয়নপ্রত্যাশীদের সাক্ষাৎকার নেওয়া হবে।