অবশেষে ২৮ তারিখ উদ্বোধন হতে যাচ্ছে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের তৃতীয় টার্মিনালে নির্মান কাজ। উদ্বোধন উপলক্ষে সকল কর্যাক্রম শেষ করেছে বাংলাদেশ বেসামরিক বিমান চলাচলক কর্তৃপক্ষ (বেবিচক)। উদ্বোধনী অনুষ্ঠানের প্রধান অথিথি হিসেবে উপস্থিত থাকবেন প্রধানমন্ত্রী। প্রধানমন্ত্রী শাহজালালের তৃতীয় টার্মিনালের ভিত্তিপ্রস্তর স্থাপন করার পর আগামী চার বছরের মধ্যে কাজ শেষ করার কাথা রয়েছে। এ বিষয়ে বেবিচক বলছে, আমরা সর্বোচ্চ চেষ্টা করবো সময় মত তৃতীয় টার্মিনালের কাজ শেষ করতে । টার্মিনালটি হলে নতুন করে বছরে সেবা পাবেন অন্তত ১২ মিলিয়ন যাত্রী।
বিমান বন্দরের খরচ ধরা হয়েছে ২০ হাজার কোটি টাকা। প্রায় ৩০ লাক বর্গফুট জায়গায় তৃতীয় টার্মিনালটি নির্মাণ করা হবে। নকশা অনুযায়ী তৃতীয় টার্মিনালে থাকবে ১২টি বোর্ডিং ব্রিজ, ১২টি কনভয় বেল্ট, চেক ইন কাউন্টার ২০টি। প্রতিটি কাউন্টারে থাকবে সিকিউরিটি স্ক্যানার। প্রতি ঘন্টায় ২ হাজার যাত্রীর লাগেজ স্ক্যান করার সক্ষমতা থাকবে প্রত্যেক কাউন্টারের। থাকবে ১২০০ গাড়ি পার্কিংয়ের সুবিধা।