দাবানলের ব্যাপক ক্ষয়ক্ষতির মাঝে হঠাৎ বৃষ্টি অস্ট্রেলিয়ার এই দুই শহরের বাসিন্দাদের বড় দিনের উৎসবে যোগ করেছে বাড়তি মাত্রা। নিউ সাউথওয়েলস এবং সিডনির বিভিন্ন এলাকায় ছড়িয়ে পড়া ৭০টিও বেশি দাবানল নিয়ন্ত্রণে গত কয়েক সপ্তাহ ধরে দিনরাত চেষ্টা করে যাচ্ছেন দমকলকর্মীরা। এই বৃষ্টি তাদের কাজেও বেশ খানিকটা স্বস্তি দিয়েছে। সিডনির বাতাসে দূষণের মাত্রা কিছুটা কমলেও ধোঁয়ার পরিমাণ এখনো কমেনি। তবে এসব অঞ্চলে আরো বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে বলে আবহাওয়ার পূর্বাভাসে বলা হয়েছে।
বৃষ্টি এবং বজ্রপাতের ফলে খুশিতে একরকম আত্মহারা ব্রিসবেনবাসী বৃষ্টিপাতের ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে শেয়ার করে উচ্ছাস প্রকাশ করেছেন। দাবানলের ক্ষয়ক্ষতির মধ্যে অবকাশ যাপনে গিয়ে সমালোচিত অস্ট্রেলিয়ার প্রধানমন্ত্রী স্কট মরিসন ইতোমধ্যে অ্যাডিলেডের পার্বত্য অঞ্চল সফর করেছেন। আগুন নিয়ন্ত্রণ নিরলস কাজ করে যাওয়া দমকলকর্মীসহ অন্যান্য সহযোগী প্রতিষ্ঠানের কর্মীদের জন্য শতভাগ বেতনসহ ছুটি ঘোষণা করেছেন তিনি। এছাড়া দীর্ঘ সময়ের ধকলের পর বৃষ্টিপাতকে প্রকৃতির আশীর্বাদ উল্লেখ করে জনতার সঙ্গে উদযাপনের সুযোগে নিজেকে ধন্য মনে করছেন বলেও জানান মরিসন।