প্রিজন ভ্যানের ধাক্কায় লালমনিরহাট কারাগারের ভেতর ফজলুল হক (৫৬) নামে ওয়াসার এক কর্মচারীর গুরুতর আহত হয়। পরে হাসপাতালে নেবার পথে তার মৃত্যু হয়েছে।
সোমবার (২৩ ডিসেম্বর) দুপুরে রংপুর মেডিক্যাল কলেজ (রমেক) হাসপাতালে নেওয়ার পথে তিনি মারা যান। ফজলুল হক পাটগ্রাম উপজেলার পানবাড়ি গ্রামের মৃত ফান্দু পাইকারের ছেলে। তিনি ওয়াসার মোটর চালক পদে লালমনিরহাট কারাগারে কর্মরত ছিলেন।
পুলিশ জানায়, সোমবার সকালে লালমনিরহাট কারাগারের ভেতরের গেটের পাশে ওয়াসার একটি লাইনে কাজ করছিলেন মোটর চালক ফজলুল হক। তখন আদালত থেকে কারাগারে আসামি নিতে আসা একটি প্রিজন ভ্যান নিয়ন্ত্রণ হারিয়ে ফজলুল হককে ধাক্কা দেয়। এতে তিনি গুরুতর আহত হন। দ্রুত ওই প্রিজন ভ্যানেই তাকে লালমনিরহাট সদর হাসপাতালে নিয়ে যাওয়া হয়। সেখান থেকে উন্নত চিকিৎসার জন্য রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়ার পথেই তিনি মারা যান। লালমনিরহাট কারাগারের জেল সুপার কিশোর কুমার নাগ ও লালমনিরহাট কোর্ট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জাহাঙ্গীর আলম বিষয়টি নিশ্চিত করেছেন।
মোঃ ইউনুস আলী, লালমনিরহাট প্রতিনিধিঃ