আওয়ামী লীগের বৃহত্তর ঢাকা জেলার জনপ্রিয় নেতা মরহুম ময়েজউদ্দিন আহমেদের মেয়ে মেহের আফরোজ চুমকী। তিনি রাজনীতিতে জড়িয়েছেন পিতার মৃত্যুর পর। এখন সংসদ সদস্য। গত মেয়াদে পাঁচ বছর মহিলাবিষয়ক মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী ছিলেন। এবার আওয়ামী লীগের কাউন্সিলে তিনি মহিলাবিষয়ক সম্পাদকের দায়িত্ব পেয়েছেন। নিষ্ঠাবান রাজনৈতিক কর্মী হিসেবে চুমকীর আলাদা পরিচিতি রয়েছে।

শনিবার (২১ ডিসেম্বর) দুপুরে রাজধানীর ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশন মিলনায়তনে আওয়ামী লীগের ২১তম জাতিীয় কাউন্সিল অধিবেশনে তিনি মহিলা বিষয়ক সম্পাদক পদে নির্বাচিত হন।