আইন অমান্য করে সচিবালয়ের সামনে গাড়ির হর্ন বাজানোর অপরাধে ১৫ জনের বিরুদ্ধে মামলা করা হয়েছে। আর এসব মামলা থেকে প্রায় সাড়ে চার হাজার টাকা জরিমানা আদায় করা হয়েছে। আজ বৃহস্পতিবার বিভিন্ন সময়ে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে এ অর্থদণ্ড দেন পরিবেশ অধিদপ্তরের নির্বাহী ম্যাজিস্ট্রেট প্রকৌশলী কাজী তামজীদ আহমেদ। তিনি বলেন, শব্দ দূষণরোধে সচিবালয় এলাকাকে নীরব ঘোষণা করা হয়েছে। আর এই কর্মসূচি বাস্তবায়নে আমরা অভিযানে নেমেছি। বেশ কয়েকজনকে অপরাধের দায়ে ৪৩০০ টাকা জরিমানা করা হয়েছে। এই অভিযান অব্যাহত থাকবে।
এর আগে শব্দ দূষণরোধে সচিবালয়ের চারপাশ নীরব এলাকা অর্থাৎ ‘নো হর্ন জোন’ এলাকা হিসেবে ঘোষণা করা হয়। এরই অংশ হিসেবে মঙ্গলবার পরিবেশ, বন ও জলবায়ু মন্ত্রী মো. শাহাব উদ্দিন জানান বুধবার থেকে ওই এলাকায় হর্ন বাজালে জরিমানা কার্যকর হবে। তিনি বলেন, এখন থেকে এলাকাটিতে কোনো গাড়ি হর্ন দিলে আইন অনুযায়ী জেল-জরিমানার আওতায় আসবে। আমাদের আন্তঃমন্ত্রণালয়ের সিদ্ধান্ত অনুযায়ী সচিবালয়ের চারদিক শব্দ দূষণমুক্ত এলাকা ঘোষণা করা হলো। সচিবালয়ের চারদিক বলতে, জিরো পয়েন্ট, পল্টন মোড়সহ সচিবালয় লিংক রোড হয়ে জিরো পয়েন্ট এলাকা পর্যন্ত।