আগামী বছরের জানুয়ারির শেষ সপ্তাহে ঢাকা উত্তর সিটি কর্পোরেশন (ডিএনসিসি) ও ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশন (ডিএসসিসি) নির্বাচনের ভোটগ্রহণ হবে বলে জানিয়েছেন ইসি সচিব মো. আলমগীর। বুধবার (১১ ডিসেম্বর) বিকেলে নির্বাচন ভবনে নিয়মিত বৈঠক শেষে এসব কথা বলেন তিনি।
ইসি সচিব বলেন, আগামী সপ্তাহে কমিশনের বৈঠকে নির্বাচনের তারিখ নির্ধারণ করা হবে। ওই দিন তফসিলের তারিখ ও ঘোষণা দেয়া হবে। তিনি বলেন, আগামী বছরের ফেব্রুয়ারি মাসে নির্বাচন অনুষ্ঠিত হওয়ার সুযোগ নেই। তাই আগামী বছরের জানুয়ারির শেষ সপ্তাহে নির্বাচন দেয়ার পরিকল্পনা রয়েছে।