কুমিল্লার চৌদ্দগ্রামে কৃষি ব্যাংকের ভল্টের তালা ভেঙে ১১ লক্ষাধিক টাকা চুরি হয়েছে। মঙ্গলবার দিনগত রাতে জেলার চৌদ্দগ্রাম উপজেলার ২ নম্বর উজিরপুর ইউনিয়নের কৃষি ব্যাংকের মিয়াবাজার শাখায় এ ঘটনা ঘটে। জিজ্ঞাসাবাদের জন্য পুলিশ ব্যাংকের দুই গার্ড ও এক পিয়নকে আটক করেছে।
চৌদ্দগ্রাম থানার ওসি আবদুল্লাহ আল মাহফুজ জানান, মিয়াবাজারের সালমান হায়দার মার্কেটের তৃতীয় তলায় অবস্থিত বাংলাদেশ কৃষি ব্যাংকের মিয়াবাজার শাখাটিতে গভীর রাতে ব্যাংকের জানালা কেটে প্রবেশ করে দুর্বৃত্তরা। পরে ভল্টের তালা ভেঙে ১১ লাখ ১৫ হাজার টাকা চুরি করে নিয়ে যায়।
তিনি আরও জানান, পুলিশ এই বিষয়ে তদন্ত করছে। ব্যাংক কর্তৃপক্ষ থানায় এখনও কোনও লিখিত অভিযোগ করেনি। অভিযোগের পর অতি দ্রুত অপরাধীদের গ্রেফতার করা হবে।
জনবহুল মিয়াবাজারের সালমান হায়দার মার্কেটের তৃতীয় তলায় অবস্থিত বাংলাদেশ কৃষি ব্যাংকের মিয়াবাজার শাখা। ব্যাংকের ম্যানেজার সাকিব সালেহীন জানান, মঙ্গলবার কাজ শেষে ব্যাংক বন্ধের পর গার্ড শাহজাহানকে রেখে কর্মস্থল ত্যাগ করি আমি। রাত ৮টার পর থেকে ব্যাংকটি পাহারার দায়িত্ব ছিল গার্ড সেলিমের ওপর। বুধবার সকালে জানতে পারি, ব্যাংকের উত্তর দিকের জানালা কেটে ও ব্যাংকের ভল্টের তালা ভেঙে টাকা লুটে নেওয়া হয়েছে।
রাতে ব্যাংক পাহারার দায়িত্বে থাকা পিমা লিমিটেডের গার্ড সেলিম (৪৯) জানান, ‘আমি হার্টের রোগী। শারীরিক অসুস্থতার কারণে রাত ১০টার পর বাড়িতে চলে যাই। সকালে ঝাড়ুদার রঞ্জিত ঝাড়ু দিতে আসলে বিষয়টি জানাজানি হয়।
কৃষি ব্যাংক কুমিল্লা অঞ্চলের জিএম মো. আমিনুল বাহার জানান, ‘ব্যাংক থেকে ভল্টের তালা ভেঙে ১১ লাখ ১৫ হাজার ২১৫ টাকা লুটে নেওয়া হয়েছে। দায়িত্বে অবহেলার কারণে এ ঘটনা ঘটে থাকতে পারে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে। ব্যাংটিতে ছয়জন কর্মকর্তা, একজন কর্মচারী ও দুইজন গার্ড কর্মরত আছেন। ব্যাংকে কোনও সিসি ক্যামেরা নেই।
ঘটনাস্থল পরিদর্শনের পর অতিরিক্ত পুলিশ সুপার আব্দুল্লাহ আল মামুন জানান, ‘জিজ্ঞাসাবাদের জন্য ব্যাংকের দুই গার্ড শাহজাহান, সেলিম ও পিয়ন আবু তাহেরকে থানায় নেওয়া হয়েছে।
কুমিল্লার পুলিশ সুপার সৈয়দ নূরুল ইসলাম জানান, ‘আমি কুমিল্লায় যোগদানের পর ব্যাংকগুলোর কর্মকর্তাদের নিয়ে বৈঠক করে ব্যাংকে সিসি ক্যামেরা স্থাপনসহ নিজস্ব নিরাপত্তা ব্যবস্থা জোরদার করার আহ্বান জানিয়েছিলাম। কিন্তু ওই ব্যাংকটিতে কোনও সিসি ক্যামেরা ছিল না। নিরাপত্তা ব্যবস্থা ছিল দুর্বল। তবে ঘটনাটি তদন্তে পুলিশ কাজ করছে। আশা করি সহসাই প্রকৃত ঘটনা উদঘাটন হবে এবং চুরির সঙ্গে সংশ্লিষ্টরা ধরা পড়বে।