বিভিন্ন কর্মসুচির মধ্য দিয়ে পাবনায় জেল হত্যা দিবস পালিত হয়েছে। এ উপলক্ষে সকালে জেলা আওয়ামীলীগ কার্যালয়ে পতাকা উত্তোলন এবং বঙ্গবন্ধুসহ জাতীয় ৪ নেতার প্রতিকৃতিতে পুষ্পার্ঘ্য অর্পন করা হয়। পরে বঙ্গবন্ধু ও জাতীয় ৪ নেতার প্রতি শ্রদ্ধা জানান নেতৃবৃন্দ। এ সময় উপস্থিত ছিলেন পাবনা-সিরাজগঞ্জের সংরক্ষিত মহিলা আসনের এমপি নাদিরা ইয়াসমিন জলি, জেলা পরিষদের চেয়ারম্যান রেজাউল রহিম লাল, জেলা পরিষদের সাবেক প্রশাসক এম সাইদুল হক চুন্নু, পাবনা পৌর আওয়ামীলীগের সভাপতি এডভোকেট তসলিম হাসান সুমন, জেলা কৃষকলীগের সভাপতি শহিদুর রহমান শহিদ, সাধারন সম্পাদক তৌফিকুর আলম তৌফিক, সদর উপজেলার মহিলা ভাইস চেয়ারম্যান শামসুন্নাহার রেখা, জেলা যুবলীগের যুগ্ম আহবায়ক শিবলী সাদিক, আওয়ামী মহিলা যুব লীগের সভাপতি এডভোকেট আরেফা খানম শেফালী, সাধারন সম্পাদক কোহিনুর আক্তার কণা, সদর উপজেলা মহিলা লীগের সভাপতি এডভোকেট সানজিদা পারভীন দীপা, সাধারন সম্পাদক রোমানা আক্তার মিতা। সন্ধ্যায় জেলা আওয়ামীলীগ অফিসে জেল হত্যা দিবস উপলক্ষে আলোচনা সভার আয়োজন করা হয়।