খাগড়াছড়ি জেলার মহালছড়িতে আজ ৫ অক্টোবর (শুক্রবার) সামাজিক সংগঠন “আলোর ফেরিওয়ালা” উদ্যোগে মহালছড়ির বিভিন্ন এলাকার দরিদ্র, এতিম ও অসহায় পরিবারদের মাঝে দুর্গোৎসবের আনন্দ ছড়িয়ে দিতে নতুন বস্ত্র বিতরণ করা হয়েছে। এই সময় মহালছড়ির ঠিলাপাড়া, ১৮ পরিবার পাড়া, যৌথখামার ও মাষ্টার পাড়ায় হিন্দু সম্প্রদায়ের দরিদ্র, এতিম ও অসহায় প্রায় ত্রিশ পরিবারে মাঝে এই বস্ত্র বিতরণ করা হয়।

আজ থেকে শুরু হয়েছে হিন্দু ধর্মাবলম্বীদের সবচেয়ে বড় উৎসব শারদীয় দুর্গোৎসব। এই দুর্গোৎসবের আনন্দ থেকে যাহাতে দরিদ্র, এতিম ও অসহায় পরিবাররা বঞ্চিত না হয়, সে জন্য মহালছড়ির সামাজিক সংগঠন “আলোর ফেরিওয়ালার” এই মহতি উদ্যোগ।

বস্ত্র বিতরণের সময় উপস্থিত ছিলেন আলোর ফেরিওয়ালা সংগঠনের সভাপতি আলমগীর হোসেন জনি, সাধারণ সম্পাদক শাহাদাৎ হোসেন, কোষাধ্যক্ষ রিপন ওঝা সহ সংগঠনের অন্যান্য সদস্যরা। মহালছড়ির সুশীল সমাজ “আলোর ফেরিওয়ালার” এই উদ্যোগকে স্বাগত জানিয়েছেন।

কলিন (খাগড়াছড়ি) মহালছড়ি প্রতিনিধি