রংপুরে ট্রেনের ইঞ্জিন লাগাতে গিয়ে দুর্ঘটনায় ঘটনাস্থলে আপেল মাহমুদ (২০) নামে নার্সিং কলেজের এক ছাত্র নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন অন্তত ৫০-৬০ জন ট্রেনযাত্রী।এদের মধ্যে গুরতর আহত ১৫ জনকে হাসপাতালে ভর্তি করা হয়েছে।বৃহস্পতিবার বিকেল সোয়া ৪টার দিকে রংপুরের কাউনিয়া রেল স্টেশনে এ দুর্ঘটনা ঘটে। পরে রংপুরে দুর্ঘটনা কবলিত ট্রেনের চালক ও সহকারীকে বরখাস্ত করেছে রেল কর্তৃপক্ষ।

নিহত আপেল মাহমুদ গাইবান্ধা কমিউনিটি নার্সিং কলেজের ছাত্র ছিলেন। কাউনিয়া জংশনের স্টেশন মাস্টার আবদুর রশীদ জানান, জংশনে একটি ট্রেন আসার পর এটির ইঞ্জিন ঘুরাচ্ছিলেন চালক। এ সময় ওই ইঞ্জিনের ব্রেকফেল হয়ে একটি বগিকে সজোরে ধাক্কা দেয়। তিনি জানান, এতে ওই বগিটি আরেকটি বগির ওপর উঠে যায়। এ সময় ওই বগিতে অনেক যাত্রী ছিলেন। তাদের মধ্যে আপেল মাহমুদ ঘটনাস্থলেই নিহত হন। এছাড়া বেশ কয়েকজন আহত হয়েছেন।

খবর পেয়ে রংপুর ও কাউনিয়া ফাসার সার্ভিসের কর্র্মীরা ঘটনাস্থলে পৌঁছে আহতদের উদ্ধার করে কাউনিয়া ও রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যায়। দুর্ঘটনায় বিষয়টি নিশ্চিত করে রংপুর ফায়ার সার্ভিস অ্যান্ড সিভিল ডিফেন্সের উপপরিচালক শামসুজ্জোহা বলেন, ঘটনাস্থলে একজন নিহত হয়েছেন। গুরতর আহত ১৫ জনকে কাউনিয়া ও রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। দুর্ঘটনায় নিহতের সংখ্যা বাড়তে পারে।