জাতিসংঘের সম্মেলন শেষে নিউইয়র্ক থেকে পাকিস্তানে ফেরার পথে প্রধানমন্ত্রী ইমরান খান ও তার প্রতিনিধিদের বহনকারী প্লেনটি যান্ত্রিক ত্রুটির সম্মুখীন হয়। শুক্রবার (২৭ সেপ্টেম্বর) সন্ধ্যায় কেনেডি বিমানবন্দর থেকে প্লেনটি নিউইয়র্ক থেকে পাকিস্তানের উদ্দেশ্যে রওনা দেয়।
শনিবার (২৮ সেপ্টেম্বর) পাকিস্তানের স্থানীয় সংবাদমাধ্যম জানায়, প্লেনটি বিমানবন্দর ছেড়ে যাবার ঘণ্টা দুয়েক পর যান্ত্রিক ত্রুটির মুখে পড়ে। ফলে কিছুক্ষণের মধ্যে প্লেন আবারো বিমানবন্দরে ফিরে আসে।এদিকে যুক্তরাষ্ট্রে পাকিস্তানের রাষ্ট্রদূত মালিহা লোধি প্রধানমন্ত্রীকে বিদায় জানানোর কিছুক্ষণ পর আবারও বিমানবন্দরে ফিরে আসতে দেখা যায়। বিমানবন্দরে ফিরে আসার পর প্রধানমন্ত্রীকে দ্রুত নামিয়ে নেওয়া হয় বলে সংবাদমাধ্যমের প্রতিবেদনে জানানো হয়।
যান্ত্রিক ত্রুটির কারণে প্রধানমন্ত্রী ইমরান খান আবারও নিউইয়র্কের হোটেলে ফিরে গেছেন বলে পাকিস্তানের পিটিআই নেতা নাইমুল হক নিশ্চিত করেছেন।