ঝিনাইদহ সদর উপজেলার ডাকবাংলা ত্রিমহনীর প্রাই সব অটো রাইচ মিলের দূষিত বর্জ্য ফেলায় চরম ভাবে পরিবেশ বিপর্যয় দেখা দিয়েছে। অভিযোগ উঠেছে জোহান অটো রাইস মিল-১, ইফাদ অটো রাইস মিল, এবং জোহান অটো রাইস মিল-২ এর শব্দ দূষণ ভয়াবহ রূপ ধারণ করেছে। এছাড়া প্রায় সব অটো মিলের ময়লা দুর্গন্ধযুক্ত পানি, ধানের তুষ, ছাই ও মেশিনের বিকট শব্দে অতিষ্ঠ হয়ে উঠেছে পুরো এলাকাবাসী। এ ব্যাপারে অটো মিল কতৃপক্ষের সাথে এলাকাবাসী কয়েক দফা বৈঠক করেও কোন সুরাহা হয়নি। ফলে পরিবেশের চরম বিপর্যয়ের মধ্যেই অটো গুলোর আশে-পাশে পরিবার-পরিজন নিয়ে বসবাস করছেন। জানা গেছে, ঝিনাইদহ সদর উপজেলার উত্তর নারায়নপুর, মাগুরা পাড়া ও বাদপুকুরিয়া গ্রামের কয়েক শত পরিবার। বাড়িতে সব সময় হাটু পানি বেধে থাকায় ঐ এলাকার কেয়ামত আলী, আবু তাহের, ইমান আলীসহ এমন মোট ৮-১০ টি পরিবার নিজ বাড়ি ফেলে রেখে অন্যাত্র ভাড়া বাড়িতে থাকে। এ বিষয়ে ভুক্তভোগী আবু তাহের জানান, জোহান অটো রাইচ মিলের পানি নিষ্কাশনের ব্যবস্থা না থাকায় আজ আমার বাড়ি ফেলে চাতালে থাকতে হচ্ছে। আমার বাড়িতে সব সময় হাটু পানি বেধে থাকে। আমরা সবাই সুষ্ঠ ভাবে জীবন যাপন করতে চাই। আরও বেশি সমস্যা পুকুর খনন করাতে। এদিকে আরও অভিযোগ উঠেছে বিভিন্ন ব্যবসা প্রতিষ্ঠান বিশেষ করে অটো রাইচ মিলের আশে-পাশের ইউনুস, ওমর আলী, আবু তাহের, ওসমান, রেজাউল, কেয়ামত আলী , বজলু, তাহাজদ্দি, ইমান, বাহার, খোলিল, সামেদ, রসুল, মিল কল মালিক সমিতির সভাপতি মোয়াজ্জেম প্রমুখ চাতাল গুলোর পানির নিচে পড়ে থাকায় ক্ষুদে ব্যবসয়ীরা চরম বিপাকে আছেন। এদিকে বাছাই অটো রাইচ মিলের মালিক হাজী আরজান সাংবাদিকদের জানান, জোহান এগ্রো ফুড কোঃলিঃ এর অটো রাইচ মিলের দুষিত পানিতে আমার চাতাল আজ পানির নিচে যেখানে কয়েক শত মণ ধানও আছে। তিনি আরও বলেন, তার অটোর পানি নিষ্কাশনের কোন ব্যবস্থা নেই যতটুকু ছিলো তাতে আবার সে পুকুর খনন করে মাছ চাষ করছে। এদিকে আজ আমার অটোর ভেতর পানি, কখন জানি বৈদ্যুতিক সমস্যায় পড়তে হয়। এর একটা সমাধান দরকার। স্থানীয় ক্ষুদে ব্যবসায়ী আশাদুল ইসলাম বলেন, আমরা চরম দুরবস্থার মধ্যে বসবাস করছি, আমার চাতালে আজ পানি, আমি হাজী আরজান মিয়ার বাছাই অটোতে চাউল বাছাই করি, মিলে আমার কয়েক শত মণ চাউল আছে, তাও আবার সেগুলো জোহান অটো রাইচ মিলের পানিতে ভিজে যাচ্ছে, এর একটা সমাধান চাই। এ বিষয়ে ত্রিমহনী মিল কল মালিক সমিতির সভাপতি হাজী মোয়াজ্জেম মন্ডলের কাছে জানতে চাইলে তিনি বলেন, জোহান এগ্রো ফুড কোঃলিঃ এর অটোর পানি নিষ্কাশনের কোন ব্যবস্থা না থাকায় আমাদের এই দূর্ভোগ,আমরা আগামীকাল সমাধানের জন্য ভুক্তভোগীরা সবাই এক সাথে বসবো। যদি এটা সমাধান না হয় তাহলে আমরা সবাই মিলে ডিসি অফিসে এ বিষয়ে দরখাস্ত করবো। মিল কল মালিক সমিতির সাধারণ সম্পাদক জনাব আলতাফ মিয়া বলেন, এটা সমাধান করতে হবে।আসলে কারও জন্য কারও ক্ষতি হোক এটা আমরা চাই না। এ বিষয়ে আমরা সবাই আগামীকাল বসবো। এ বিষয়ে সাগান্না ইউনিয়নের সাবেক চেয়ারম্যান মোজাম্মেল হোসেন বলেন, অটোর আশে-পাশে যেসমস্ত চাতাল বা বাড়ি ঘর আছে সে গুলো দেখলে খুব কষ্ট লাগে এর একটা সমাধান হওয়া উচিৎ। এ বিষয়ে অপু বা জোহান অটো এগ্রো ফুড কোঃ লিঃ মালিক জনাব মোয়াজ্জেম মিয়ার কাছে জানতে চাইলে তিনি বলেন, আমার অটোর পানি নিষ্কাশনের জায়গা আছে। আর মূল সমস্যা হলো পানি বের হবে কিভাবে সবাই পুকুর কেটে মাছ চাষ করছে তাই পানি এখন আর বের হচ্ছে না। আমি এ বিষয়ে ঝিনাইদহ ডিসি অফিস ও ইউএনও অফিসে দরখাস্ত দিয়েছি। পারলে ইউএনওর কাছে জানতে পারেন।। এ বিষয়ে (ইউএনও) উপজেলা নির্বাহী অফিসার শাম্মী ইসলাম সাংবাদিকদের বলেন, আমি এ বিষয়ে কিছু জানি না ঠিক আছে জেনে ব্যবস্থা নিবো।
ঝিনাইদহে অটো রাইচ মিলের দূষিত বর্জ্য ও পানিতে হতাশ এলাকাবাসী
সাম্প্রতিক
বার্তা-মঞ্চ
বিওয়াইডি’র ৩০ বছর পূর্তি উদযাপনে তিন দিনব্যাপী কার্নিভাল অনুষ্ঠিত
বৈদ্যুতিক গাড়ি নির্মাণকারী প্রতিষ্ঠান বিওয়াইডি (বিল্ড ইওর ড্রিম) নিজেদের ৩০ বছর পূর্তি উদযাপন করেছে। পাশাপাশি, চীনের শেনঝেন-শানওয়েই স্পেশাল কো-অপারেশন জোনের শিয়াওমো প্রোডাকশন বেইজে নিজেদের...
ইউআইইউ-তে আধুনিক সোলার ল্যাব উদ্বোধন করলো হুয়াওয়ে
বাংলাদেশ সৌরশক্তি খাতে উল্লেখযোগ্য অগ্রগতি অর্জন করেছে। এর ফলে দেশে নবায়নযোগ্য শক্তি ব্যবহারের ব্যাপক সম্ভাবনা সৃষ্টি হচ্ছে। এই চাহিদা বিবেচনা করে হুয়াওয়ে এবং ইউনাইটেড...
গাজীপুরে বর্ণাঢ্য আয়োজনে দিনব্যাপী এসওএসবি’র সাইন্টিফিক সেমিনার
গাজীপুরে বর্ণাঢ্য আয়োজনে অনুষ্ঠিত হয়েছে সার্জারী ডাক্তারদের বড় সংগঠন সোসাইটি অব সার্জনস অব বাংলাদেশের (এসওএসবি) সাইন্টিফিক সেমিনার। শনিবার সকাল থেকে বিকেল পর্যন্ত গাজীপুরে শহীদ...
পাবনার রূপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্রের প্রথম ইউনিটে রিয়্যাক্টর এসেম্বলির কাজ সম্পন্ন
বিদ্যুৎ উৎপাদনে যাবার চূড়ান্ত প্রস্তুতির অংশ হিসেবে রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রের প্রথম ইউনিটে আরেক ধাপ অগ্রগতি হয়েছে। ইউনিটটিতে রিয়্যাক্টর এসেম্বলির কাজ সফলভাবে সম্পন্ন হয়েছে। পরবর্তী...
দশটি খাতে ইন্টেলিজেন্ট সল্যুশন ও ফ্ল্যাগশিপ পণ্য উন্মোচন করলো হুয়াওয়ে
সম্প্রতি দুবাইয়ে অনুষ্ঠিত বিশ্বের অন্যতম প্রযুক্তি প্রদর্শনী ‘জিটেক্স গ্লোবাল ২০২৪’ প্রদর্শনীতে হুয়াওয়ে এর সহযোগী প্রতিষ্ঠানগুলির সাথে সম্মিলিতভাবে পাবলিক ইউটিলিটি, পরিবহন, আর্থিক সেবা, বৈদ্যুৎ, তেল,...