র‌্যাব মহাপরিচালক বেনজির আহমেদ বলেছেন, অনেকেই বলছেন রাজধানীতে ৫০-৬০টি ক্যাসিনো আছে। কেউ কেউ বলছেন ৫০০ ক্যাসিনো আছে। আবার অনেকেই বলেন, ঘরে ঘরে ক্যাসিনো আছে। আমি বলছি, আপনারা দয়া করে তালিকা দেখান। এভাবে গুজব ছড়াবেন না। এতে দেশ ক্ষতিগ্রস্ত হয়। আপনারা আমাদের পাশে আছেন ধন্যবাদ। কিন্তু, ভুল তথ্যে দিয়ে গুজব ছড়াবেন না।

শুক্রবার (২৭ সেপ্টেম্বর) বনানীর নরডিক হোটেলস এ জঙ্গিবিরোধী অভিযানে সক্ষমতা সম্বলিত র‌্যাবের বিশেষায়িত মহড়া শেষে সাংবাদিকের করা এক প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন।

তিনি বলেন, আমরা ক্যাসিনো বন্ধের অভিযানে নেমেছি। এরমধেই ঢাকা শহরে এখন সব ক্যাসিনো বন্ধ হয়ে গেছে। তবে অভিযানকে অন্য খাতে প্রবাহিত করতে গুজব ছড়াবেন না।

বেনজির আহমেদ বলেন বলেন, আমরা শুধুই ক্যাসিনো বন্ধের অভিযানে নেমেছি। অনুমান নির্ভর তথ্য দিয়ে গুজব ছড়াবেন না। অনেক ক্ষেত্রে এতে মানুষের ক্ষতি সাধন হয়।