সরকারের সংস্কৃতি ও পর্যটন মন্ত্রণালয়কে একীভূত করার সুপারিশ করেছে সংসদীয় কমিটি। বুধবার (২৫ সেপ্টেম্বর) জাতীয় সংসদ ভবনে অনুষ্ঠিত সংস্কৃতিবিষয়ক মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির বৈঠকে এ সুপারিশ করা হয়। মন্ত্রণালয় দুটির কার্যক্রম পরস্পর সম্পর্কযুক্ত বিবেচনায় সংসদীয় কমিটি তাদের একীভূত করার এ সুপারিশ করেছে। এ সময় অ্যাক্রোবেটিক শিল্পীদের সম্মানীভাতা বাড়ানোরও সুপারিশ করা হয়।

বর্তমানে বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয় এবং সংস্কৃতিবিষয়ক মন্ত্রণালয় নামে দুটি আলাদা মন্ত্রণালয় রয়েছে। সংসদীয় কমিটির সদস্য অসীম কুমার উকিল বিষয়টি নিশ্চিত করে বলেন, দুটো মন্ত্রণালয়ের কাজ একই ধরনের। এ জন্য আমরা দুটোকে একীভূত করে একক মন্ত্রণালয় গঠনের সুপারিশ করেছি।

কমিটির সভাপতি সিমিন হোসেনের (রিমি) সভাপতিত্বে অনুষ্ঠিত বৈঠকে কমিটির সদস্য সংস্কৃতি প্রতিমন্ত্রী কেএম খালিদ, সংসদ সদস্য মমতাজ বেগম, কাজী কেরামত আলী, অসীম কুমার উকিল ও সুবর্ণা মুস্তাফা উপস্থিত ছিলেন।