প্রতিবেশী দেশ ভারতে শুভেচ্ছা হিসেবে ৫০০ মেট্রিক টন ইলিশ পাঠানোর সিদ্ধান্ত নিয়ে সরকার। আজ বুধবার রাতে বাণিজ্য মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব (রপ্তানি) তপন কান্তি ঘোষ বিষয়টি নিশ্চিত করেছেন।
এই ইলিশ রপ্তানি করা হচ্ছে কি না-এমন প্রশ্নের জবাবে তপন কান্তি ঘোষ বলেন, ‘এক দেশ থেকে একটা জিনিস অন্য দেশে গেলে রপ্তানিই বলে, সেটা আপনি যে নামেই ডাকেন না কেন। কিন্তু এটা জাস্ট পূজা উপলক্ষে শুভেচ্ছা নিদর্শন, ওরকম বাণিজ্যিক রপ্তানি না। ওখানে একটার পর একটা চালান যাবে সেরকম না।’
ভারতে ইলিশ পাঠানোর বিষয়ে সে দেশের সরকারের পক্ষ থেকে কোনো আবেদন ছিল কি না-এমন প্রশ্নের জবাবে অতিরিক্ত সচিব বলেন, ‘উচ্চ পর্যায়ে কোনো আবেদন ছিল কি না, সেটা আমি বলতে পারছি না। এটা হয়তো মন্ত্রী মহোদয় বলতে পারবেন। এমনিতেই সব সময় পাঠানোর জন্য ইনজেনারেলি তাদের একটা রিকোয়েস্ট থাকে। আমাদের ব্যবসায়ীরাও বলে, আমরা রপ্তানি করব। কিন্তু এটা দেওয়া হয় না যে, দামটা বেড়ে যাবে।’
বাংলাদেশ থেকে ইলিশ রপ্তানি নিষিদ্ধ কি না-এমন প্রশ্নের জবাবে তপন কান্তি ঘোষ বলেন, ‘ইলিশ রপ্তানি নিষিদ্ধ না। বাণিজ্য মন্ত্রণালয় চাইলে দিতে পারে। কিন্তু সাধারণত দেওয়া হয় না।’