কারাবন্দি বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়া পুরোপুরি সুস্থ রয়েছেন বলে দাবি চিকিৎসকদের। বিএসএমএমইউ উপাচার্য অধ্যাপক ডা. কনক কান্তি বড়ুয়া বলেছেন, খালেদা জিয়া যেসব শারীরিক সমস্যা নিয়ে এখানে ভর্তি হয়েছিলেন তার সবগুলোই এখন উন্নতির দিকে। তার আর হাসপাতালে থাকার প্রয়োজন নেই। কিন্তু আমরাও তাকে ডিসচার্জ করছি না। তার নিজের সিদ্ধান্ত মোতাবেকই হাসপাতালে থাকা, না থাকা নির্ভর করছে।
খালেদা জিয়ার চিকিৎসায় নিয়োজিত মেডিকেল বোর্ডের প্রধান ডা. জিলন মিয়া সরকার বলেন, বৃহস্পতিবারও আমরা তার স্বাস্থ্য পরীক্ষা করেছি। তার ডায়াবেটিস অনেকটাই নিয়ন্ত্রণে। দাঁতের ট্রিটমেন্ট করা পর মুখের আলসারটাও নেই। আথ্রাইটিসের ব্যাথাও প্রায় নেই। তিনি বলেন, যত দিন আমি তাকে দেখতে গিয়েছি, সব সময় তিনি হাসিমুখে কথা বলেছেন। কখনো মনে হয়নি তিনি বিরক্ত। তিনি ভালো আছেন, সুস্থ আছেন।