‘যদি একদিন’ এর সাফল্যের পর বেঙ্গল মাল্টিমিডিয়া নিয়ে আসছে অ্যাকশন-থ্রিলার ধাঁচের নতুন সিনেমা ‘সাপলুডু’। গোলাম সোহরাব দোদুল পরিচালিত সিনেমাটিতে অভিনয় করেছেন আরিফিন শুভ, বিদ্যা সিনহা মিম, জাহিদ হাসান ও সালাহউদ্দিন লাভলুসহ দেশের জনপ্রিয় অভিনেতারা।

শনিবার (৩১ আগস্ট) রাজধানীর তেজগাঁওস্থ বেঙ্গল মাল্টিমিডিয়া স্টুডিওতে সংবাদ সম্মেলন করে সিনেমার চারটি গান মুক্তি দেয়া হয়। ইতোমধ্যে আরটিভি মিউজিকের ইউটিউব চ্যানেলে ‘কিছু স্বপ্ন’ গানটি দর্শকরা উপভোগ করতে পারছেন। বাকি গানগুলো শিগগিরই পর্যায়ক্রমে এই চ্যানেলে মুক্তি পাবে। ‘সাপলুডু’ খেলার মতোই জীবনে নানা বাঁকে চড়াই-উৎরাই পার হয় মানবজীবন। এমন একটি গল্পকে কেন্দ্র করে ব্যাপক অ্যাকশন-থ্রিলারে ভরপুর সিনেমা আসছে বেঙ্গল মাল্টিমিডিয়ার ব্যানারে। সিনেমার নায়ক-নায়িকারা জানান, সাপলুডু সাধারণ গল্পের একটি অসাধারণ সিনেমা।

সংবাদ সম্মেলন করে মুক্তি দেয়া হয়- ময়না ধুম ধুম, শুভ জন্মদিন, কিছু স্বপ্ন ও ইয়া খুদা শিরোনামের চারটি গান। ‘সাপলুডু’র পরিচালক গোলাম সোহরাব দোদুল জানান, বাংলা চলচ্চিত্রকে আরেক ধাপ এগিয়ে নেবে সিনেমাটি। সিনেমার প্রযোজক ও আরটিভির প্রধান নির্বাহী কর্মকর্তা সৈয়দ আশিক রহমান বলেন, আগামী ২৭ সেপ্টেম্বর দেশের বিভিন্ন প্রেক্ষাগৃহসহ বিশ্বের কয়েকটি দেশে একযোগে মুক্তি পাবে সাপলুডু। দেশের সুস্থ ধারার চলচ্চিত্রকে এগিয়ে নিতে বেঙ্গল মাল্টিমিডিয়া সব সময় কাজ করবে।