আওয়ামী লীগের নেতাকর্মীদের উদ্দেশ্য করে বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর করে বলেছেন, রোহিঙ্গা সংকট সমাধানে আমরা তো কথা বলছি তোমাদের পক্ষে, তোমাদের হাতকে শক্তিশালী করতে, যাতে তোমরা রোহিঙ্গা সংকট সমাধান করতে পার।
শনিবার বিকেলে (৩১ আগস্ট) জাতীয় প্রেসক্লাবে অনুষ্ঠিত স্মরণ সভায় তিনি এসব কথা বলেন। সাবেক প্রধানমন্ত্রী কাজী জাফর আহমদের ৪র্থ মৃত্যুবার্ষিকী উপলক্ষে এ সভার আয়োজন করে ভাসানী অনুসারী পরিষদ নামের একটি সংগঠন।
প্রধান অতিথির বক্তব্যে মির্জা ফখরুল বলেন, রোহিঙ্গা সংকট ভয়াবহ, এর ভবিষ্যৎ কি হবে বলা মুশকিল। আমরা যেটা আঁচ করছি, বুঝতে পারছি- এই সরকার সম্পূর্ণ ব্যার্থ হয়েছে রোহিঙ্গা সংকটকে সমাধান করতে। আমরাই নাকি দায়ি এটা (রোহিঙ্গা সংকট সমাধান) না হওয়ার জন্য। আমরা কথা যদি না বলতাম তাহলে নাকি তারা অনেক আগেই চলে যেত! আপনারা তাদের যাওয়ার জন্য এতটুকু ব্যবস্থা করতে পারেন নাই। যারা নেওয়ার ব্যবস্থা করতে পারে তাদের সাথেই তো বোঝাপড়া করতে পারেন নাই। আন্তর্জাতিকভাবে এমন কোনো চাপ প্রয়োগ করতে পারে না যে, মিয়ানমার তাদের এখান থেকে নিয়ে যাবে। যারা চাপ দিবে তারাই মিয়ানমারের পক্ষে।
তিনি আরও বলেন, আমরা পরিষ্কার করে বলেছি যে, এই ব্যাপারে (রোহিঙ্গা সংকট সমাধান) একটা জাতীয় কনভেনশন ডাকা হোক। সমস্ত রাজনৈতিক দলগুলোকে এক করে নিয়ে রোহিঙ্গা ইস্যুতে যে, আমারা এক মত সেটা প্রকাশ করা হোক। তাহলে এই সমস্যার সমাধান করতে পারবেন। না তাদের এটা ভালো লাগে না। তারা কখনোই জাতীয় ঐক্যকে বিশ্বাস করে না। তাদের চিন্তা তারা একাই এই সমস্যার সমাধান করতে পারবে।
বাংলাদেশ একটা অকার্যকর রাষ্ট্রের দিকে চলে গেছে দাবি করে বিএনপির এই নেতা বলেন, এটা ফেইল স্টেট হয়ে গেছে, প্রশ্ন আসছে এই অবস্থার মধ্যে আমরা কি করব? আমরা মানুষের মধ্যে আছি, আমরা মানুষের রাজনীতি করি। বাংলাদেশের জনগণের রাজনীতি আমাদের রাজনীতি। জিয়াউর রহমান মানুষের রাজনীতি প্রতিষ্ঠা করেছিলেন। যে রাজনীতির পতাকা তুলে নিয়ে বেড়িয়েছেন দীর্ঘকাল। খালেদা জিয়া এখন কারাগারে রয়েছেন ওই রাজনীতির জন্যে। বিএনপির রাজনীতি কখনো পরাজিত হয় না। খারাপ সময় এসেছে, আমরা নিচের দিকে গেছি। সংকট এসেছে কিন্তু সেই সংকট থেকে আমরা ফিনিক্স পাখির মতো জেগে উঠেছি। এটা বাস্তবতা, আমি বাড়িয়ে বলছি না।
সভায় বিএনপির ভাইস চেয়ারম্যান শামসুজ্জামান দুদু বলেন, আমি বিশ্বাস করি এই দেশ মাওলানা ভাসানীর, শহীদ জিয়ার ও কাজী জাফরের দেশ। কারও পদধূলিত হতে পারে না। এটা ব্রিটিশ শাসন থেকে যেমন পাকিস্তান হয়েছে, পাকিস্তানের কাছে স্বার্থ রক্ষা হয়নি বলে বাংলাদেশ হয়েছে, তেমনি এই দেশে যদি আরেকটি লড়াই দরকার হয় দেশবাসী সে লড়াইটিও করবে।
সভায় আয়োজক সংগঠনের চেয়ারম্যান ও গণস্বাস্থ্য কেন্দ্রের প্রতিষ্ঠাতা ডা. জাফরুল্লাহ চৌধুরীর সভাপতিত্বে সভায় আরও উপস্থিত ছিলেন- জাতীয় পার্টির (কাজী জাফর অংশ) চেয়ারম্যান মোস্তফা জামাল হায়দার, বিএনপির নির্বাহী কমিটির সদস্য শেখ ওয়াহিদুজ্জামান দীপু, জহির উদ্দিন স্বপন, বাংলাদেশ পিপলস পার্টির চেয়ারম্যান রিতা রহমান প্রমুখ।