বঙ্গোপসাগরে ঝড়ের কবলে পড়ে এফবি রহমান-২ নামের একটি মাছ ধরা ট্রলার ডুবে গেছে। দুর্যোপূর্ণ আবহাওয়ার মধ্যে ফেরার সময় আজ মঙ্গলবার সকাল ১০টার দিকে সুন্দরবনের শরণখোলা রেঞ্জ উপকূলে এ দুর্ঘটনা ঘটে। ওই ট্রলারের ১১ জেলে জীবীত উদ্ধার হলেও ইলিশ বোঝাই ট্রলারটি নিখোঁজ রয়েছে।
সন্ধ্যায় উদ্ধার হওয়া জেলেরা ফিরে আসার পর ক্ষতিগ্রস্ত ট্রলার মালিক বাগেরহাটের শরণখোলার রায়েন্দা ইউনিয়নের রাজেশ্বর গ্রামের মৎস্য ব্যবসায়ী আফজাল পহলান এ তথ্য নিশ্চিৎ করেছেন। বাগেরহাট জেলা ট্রলার মালিক সমিতির সভাপতি মো. আবুল হোসেন জানান, আবহাওয়া খারাপ হওয়ায় ট্রলার নিয়ে জেলেরা শরণখোলায় ফিরে আসছিল। এসময় পূর্ব সুন্দরবনের শরণখোলা রেঞ্জের কটকা, কচিখালী ও পক্ষীদিয়া চরের মাঝ বরাবর সাগরের আড়য়াদিয়া এলাকায় ট্রলারটি প্রবল ঢেউয়ের ডুবে যায়। পরে কাছাকাছি থাকা এফবি জিসান ও এফবি সুমাইয়া নামের দুটি ট্রলার সাগরে ভাসমান ওই ১১ জেলেকে উদ্ধার করে।
ক্ষতিগ্রস্ত ট্রলার মালিক জানান, ট্রলার ডুবিতে তার প্রায় ৩০ লাখ টাকার ক্ষতি হয়েছে। ডুবে যাওয়া ট্রলারের খোঁজে রাজেশ্বরের এফবি রহমান ও এফবি মাহিনুর নামের দুটি ট্রলার বিকেলে ঘটনাস্থলে রওয়া হয়েছে।