‘নিউক্লিয়াস-বিএলএফ’র প্রতিষ্ঠাতা এবং স্বাধীনতা সংগ্রাম ও সশস্ত্র যুদ্ধের প্রধান সংগঠক সিরাজুল আলম খান মঙ্গলবার, ৩০ জুলাই ২০১৯ তারিখ রাত ১টা ৪০ মিনিটে এমিরেটস এয়ারলাইন্সে যুক্তরাষ্ট্রের নিউইয়র্কের উদ্দেশ্যে ঢাকা ত্যাগ করেছেন। নিউইয়র্কে তিনি তাঁর রাজনৈতিক শিষ্য শামসু ইউ আহমেদ শামীমের বাড়িতে কিছু দিন অবস্থান করবেন। চিকিৎসার পাশাপাশি তিনি ভার্জিনিয়া, ওয়াশিংটন ডিসি, নিউ জার্সিসহ যুক্তরাষ্ট্রের আরও কিছু রাজ্য ভ্রমণ করবেন। এ সময় তিনি তাঁর রাজনৈতিক শিষ্য ও শুভানুধ্যায়ীদের সঙ্গে মত বিনিময় করবেন । সেপ্টেম্বরের মাঝামাঝি সময়ে তিনি নিউইয়র্ক থেকে ফলোআপ চিকিৎসার জন্য লন্ডনে যাবেন। চিকিৎসা শেষে তিনি আগামী ৩০ নভেম্বর, শনিবার, ২০১৯ তারিখে রওনা দিয়ে ১ ডিসেম্বর, রবিবার ২০১৯ তারিখে ঢাকায় ফিরবেন। উল্লেখ্য, গত ১৭ আগস্ট ২০১৭ তারিখে উত্তর সাইপ্রাসের নিয়ার ইস্ট ইউনিভার্সিটি হাসপাতালে তাঁর কোমর ও নিতম্বে (উরুসন্ধি) ঝুঁকিপূর্ণ জটিল অস্ত্রোপচার করা হয়।
উত্তর সাইপ্রাসে কোমর ও নিতম্বে (হিপ জয়েন্ট রিপ্লেসমেন্ট) ঝুঁকিপূর্ণ জটিল অস্ত্রোপচারের পর দেশে ফিরে সুস্থবোধ করলেও দীর্ঘদিন তিনি হিপজয়েন্ট ছাড়াও পিঠের ব্যথা, হাঁটু ও দুই কাঁধের ব্যথায় প্রায় শয্যাশায়ী ছিলেন।