ডেঙ্গু প্রতিরোধে ঢাকা উত্তর সিটি করপোরেশনের ৪২টি স্বাস্থ্যকেন্দ্রে বিনামূল্যে ডেঙ্গু পরীক্ষা করা হবে বলে জানিয়েছেন মেয়র আতিকুল ইসলাম। আজ বৃহস্পতিবার সকালে রাজধানীর মানিক মিয়া এভিনিউতে ঢাকা উত্তর ও ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের অংশগ্রহণে, জনসচেতনতামূলক মশক নিধন অভিযানে তিনি এ কথা বলেন।
ঢাকা উত্তরের মেয়র আতিকুল ইসলাম বলেন, ‘জনগণের মনে যে আতঙ্ক তাদের ডেঙ্গু হয়েছে কি না, এটা জানার জন্য ৪২টা স্বাস্থ্যকেন্দ্রে গিয়ে টেস্ট করে দেখতে পারবে তাদের ডেঙ্গু হয়েছে কি না। টেস্টটা বিনামূল্যে ঢাকা উত্তর সিটি করপোরেশনের ৪২টি কেন্দ্র থেকেই করা যাবে।’
মেয়র বলেন, ‘আপনারা জানেন যে আমি একটা হটলাইন খুলেছি, আমরা মনে করি সামগ্রিকভাবে আমাদের সবাইকে এই মুহূর্তে এক সাথে কাজ করতে হবে। এ নিয়ে আতঙ্কিত হওয়ার কিছু নেই। নগরবাসীর সংঘবদ্ধ প্রচেষ্টায় শিগগিরই ডেঙ্গু ও চিকুনগুনিয়া রোগ নির্মূল করা হবে। এ জন্য সচেতনতার বিকল্প নেই।’
সমাবেশে ডেঙ্গু ও চিকুনগুনিয়া প্রতিরোধে বৃষ্টির পর রাস্তায় জমে থাকা পানিসহ নিজ বাড়ির চারপাশ পরিষ্কার রাখার আহ্বান জানানো হয়। এ সময় সড়কের দুই পাশে ঝোপঝাঁড়, পরিত্যক্ত জায়গা ও রাস্তা পরিষ্কারসহ পরিচ্ছন্নতা অভিযানে অংশ নেন মেয়র আতিক।