রাজধানীর হাতিরঝিল থানাধীন পশ্চিম হাজিপাড়ায় চোর সন্দেহে দেলোয়ার নামের (২৫) একজন পিটুনিতে নিহত হয়েছেন। এর প্রতিবাদে কারখানার বিক্ষুব্ধ শ্রমিকরা বিকাল পৌনে ৩টার দিকে রামপুরার রাস্তায় নেমে বিক্ষোভ ও সড়ক অবরোধ করে। মালিবাগ চৌধুরী পাড়ার ইজি ফ্যাশনস গার্মেন্টসের শ্রমিকরা দাবি করেছেন নিহত দেলোয়ার ওই গার্মেন্টসের কাটিং সহকারী ছিলেন।

হাতিরঝিল থানার পরিদর্শক (তদন্ত) ইকবাল হোসেন জানান, বৃহস্পতিবার বেলা ১১টার দিকে খবর পেয়ে পুলিশ তাকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক বেলা একটার দিকে তাকে মৃত ঘোষণা করেন। ঢাকা মহানগর পুলিশের তেজগাঁও বিভাগের উপ কমিশনার আনিসুর রহমান বলেন, বুধবার মাঝরাতে তিনি ছয়তলা থেকে কিছু গেঞ্জি জানালা দিয়ে বাইরে ফেললে বাইরে থেকে একজন তা দেখে নিরাপত্তাকর্মীদের খবর দেন। পরে দারোয়ান কারখানার ম্যানেজারকে খবর দেয়। তিন-চার জন সিকিউরিটি গার্ডকে নিয়ে অফিস সহকারী ইয়াসিন ষষ্ঠ তলায় গিয়ে লুকিয়ে থাকা দেলোয়ারকে খুঁজে বের করে।
তিনি বলেন, দেলোয়ারকে ধরার পর বেদম পিটুনি দিয়ে রাতে তাকে গার্মেন্টের ভেতরেই আটকে রাখা হয়।