স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খাঁন কামাল বলেছেন,সম্প্রতি গণপিটুনিতে ছয়জন নিহত হয়েছেন। এসব ঘটনায় আহত হয়েছেন ১৫ জন।এ নিয়ে নয়টি মামলা হয়েছে। সব মামলাই হবে হত্যা মামলা।স্বরাষ্ট্রমন্ত্রী জানিয়েছেন, এসব মামলায় ৮১ জন গ্রেপ্তার হয়েছে।
মঙ্গলবার সচিবালয়ে নিজ কার্যালয়ে সাংবাদিকদের এসব কথা বলেন স্বরাষ্ট্রমন্ত্রী।গণপিটুনিতে জড়িয়ে আইন হাতে তুলে না নিতে দেশবাসীর প্রতি আহ্বান জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী। তিনি বলেন, যারা আইন হাতে তুলে নেবে, তাদের বিরুদ্ধে কঠোর আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।
স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, ভিডিও ফুটেজ দেখে সবাইকে আইনের আওতায় আনা হবে। ফেসবুক ও সামাজিক যোগাযোগমাধ্যমে যারা গুজব ছড়ায়, তাদের বিরুদ্ধেও ব্যবস্থা নেওয়া হবে।গণপিটুনির ঘটনা বিচার বিভাগ ও আইনশৃঙ্খলা বাহিনীর প্রতি অনাস্থার কারণেই হচ্ছে কি না জানতে চাইলে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, ‘আইনশৃঙ্খলা বাহিনী বসে নেই। তারা কাজ করছে। আইনশৃঙ্খলা বাহিনী সঠিকভাবে কাজ করছে। বিচার বিভাগ স্বাধীনভাবে কাজ করছে। ন্যায়বিচার নিশ্চিত করছে। আস্থাহীনতা নেই।
এ ধরনের ঘটনায় রাজনৈতিক ইন্ধন আছে কি না জানতে চাইলে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, বিষয়টি খতিয়ে দেখছি।গুজবে বিশ্বাস করে গণপিটুনির মতো অন্যায় কাজে অংশ না নেওয়ার আহ্বান জানান স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল। তিনি বলেন, যারা বিবেচনা না করে আইন নিজের হাতে তুলে নিচ্ছে, যারা গণপিটুনিতে অংশ নিচ্ছেন, তাদের একজন বা একশ’ জনও যদি এমন ঘটনা ঘটান, শাস্তি একই রকম হবে। এই ধরনের হত্যাকা- ঘটলে আমরা দোষীদের অবশ্যই আইনের মুখোমুখি করবো। আইন অনুযায়ী তাকে শাস্তি পেতেই হবে।
মন্ত্রী বলেন, সোশ্যাল মিডিয়া ও পরস্পর পরস্পরের মাধ্যমে গুজব সৃষ্টি করে অনাকাঙ্খিত ঘটনা ঘটানো হচ্ছে, যেগুলো কারোও কাম্য নয়। এসবের কোনও ভিত্তি নেই। এ ধরনের কোনও ঘটনা আর যেন না ঘটে। যারা কোনও বিবেচনা ছাড়াই আইন নিজের হাতে তুলে নিচ্ছেন, তাদের প্রতি অনুরোধ, আইন নিজের হাতে তুলে নেবেন না। যদি কারো বিষয়ে সন্দেহ হয়, তাহলে আইন প্রয়োগকারী সংস্থার কাছে সোপর্দ করুন। তাদের ফোনে জানান, অথবা ৯৯৯ প্রচলিত রয়েছে, সেখানে জানান।
মন্ত্রী দেশের শিক্ষাপ্রতিষ্ঠান, মসজিদের ইমামদের মাধ্যমে এ বিষয়ে সচেতন করার কাজ চলছে বলেও জানান।স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, মানসিক প্রতিবন্ধীরাই গণপিটুনির শিকার হচ্ছেন বেশি। এনজিও কর্মীদেরও এ ধরনের ঘটনার শিকার হতে হয়েছে। আমরা দেখেছি ব্যক্তিগত আক্রোশে ধামরাইয়ে রটনা রটিয়ে গণপিটুনির ঘটনা ঘটেছে।সামাজিক শাসনের অবক্ষয়ে এ ধরনের ঘটনা ঘটছে বলে মন্তব্য করেন মন্ত্রী।