হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে প্রায় চার কেজি সোনার বারসহ বাংলাদেশ বিমানের এক ট্র্যাফিক হেল্পারকে আটক করেছে বিমানবন্দর আর্মড পুলিশ। আজ (শনিবার) দুপুর ১টা ৪৫ মিনিটের সময় বিমানবন্দরের হ্যাঙ্গার গেটের বহিরাঙ্গন থেকে বাংলাদেশ বিমানের ট্র্যাফিক হেল্পার এমদাদ হোসেন চৌধুরীকে(৪৬) ৩৮টি সোনার বারসহ আটক করা হয়েছে বলে নিশ্চিত করেছেন বিমানবন্দর আর্মড পুলিশের অতিরিক্ত পুলিশ সুপার (অপ্স অ্যান্ড মিডিয়া) মোঃ আলমগীর হোসেন।
ঘটনার বিবরণে জানা যায়, আজ শনিবার ১২টা ৪৫ মিনিটে থাইল্যান্ড থেকে ঢাকায় আসে থাই এয়ার (ফ্লাইট নম্বর টিজি ৩২১)। থাই বিমানে আসা কিছু কার্গো মাল প্যালেটে করে ইম্পোর্ট কার্গোতে আসে। সেখান থেকে ওই সোনা নিজ হেফাজতে নেন এমদাদ। আটক সোনার বাজার মূল্য প্রায় দুই কোটি টাকা বলে জানা গেছে।
আটক এমদাদের বিরুদ্ধে বিমানবন্দর থানায় বিশেষ ক্ষমতা আইনের চোরাচালানবিরোধী ধারায় মামলা দায়েরের প্রক্রিয়া চলছে।