সাহস থাকলে বিএনপি তাদের নেত্রীকে আন্দোলনের মাধ্যমে বের করে আনুক, আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদেরের এমন বক্তব্যের সমালোচনা করে বিএনপির স্থায়ী কমিটির সদস্য সেলিমা রহমান বলেছেন, খালেদা জিয়াকে আমরা মুক্ত করে আনবো। কিন্তু আপনাদের মুখে বড় কথা মানায় না।
শুক্রবার (১২ জুলাই) জাতীয় প্রেস ক্লাবের জহুর হোসেন চৌধুরী হলে বাংলাদেশ ছাত্র মিশন আয়োজিত আলোচনা সভায় তিনি এসব কথা বলেন।
ওবায়দুল কাদেরের উদ্দেশে তিনি বলেন, আপনাদের মুখে বড় কথা মানায় না। কারণ, আপনারা নির্বাচন করেননি। আপনাদের যদি সাহস থাকতো, তাহলে আপনারা ২৯ ডিসেম্বর মধ্যরাতে নির্বাচন করতেন না। জনগণের ওপর আস্থা থাকলে আপনারা ৩০ ডিসেম্বর নির্বাচন করতেন। সেটা করেননি। কারণ, আপনারা জানেন জনগণের কাছ থেকে আপনারা সম্পূর্ণ বিচ্ছিন্ন হয়ে গেছেন।
সেলিমা রহমান বলেন, আপনারা আজ অনেক কথা বলছেন। অথচ বিচার ব্যবস্থাকে সম্পূর্ণভাবে ধ্বংস করে দিয়েছেন। সে কারণে আজকে আমরা দেখতে পাচ্ছি ধর্ষণ মহামারি আকার ধারণ করেছে। দুই বছরের শিশু থেকে ৮০ বছরের বৃদ্ধা পর্যন্ত এসব থেকে নিস্তার পাচ্ছে না। আজকে শিশুরা পর্যন্ত নিরাপদ নয়। স্কুলের বাচ্চারা মাঠে খেলতে গেলে বাবা-মায়েরা জানেন না তাদের মেয়ে আর ঘরে ফিরে আসবে কিনা। কেন এটা হচ্ছে? কারণ, এখন দেশে কোনও বিচার নেই। কোনও বিচার ব্যবস্থা নেই। আজকে সম্পূর্ণ বিচার ব্যবস্থা প্রধানমন্ত্রীর কার্যালয় ও আইন মন্ত্রণালয় থেকে নিয়ন্ত্রিত হচ্ছে। কোনও বিচারক আজ নিরপেক্ষভাবে রায় দিতে পারছেন না।
খালেদা জিয়াকে বিনা চিকিৎসাযয়সরকার মেরে ফেলার ষড়যন্ত্র করছে অভিযোগ করে বিএনপির এই নীতিনির্ধারক বলেন, তিনি (খালেদা জিয়া) অসুস্থ। অসুস্থ অবস্থায় তাকে মেরে ফেলার চেষ্টা করা হচ্ছে। কারণ, তারা খালেদা জিয়াকে ভয় পায়। তারা জানে, যদি খালেদা জিয়া বাইরে থাকেন, দেশের জনগণ তাদের ওপরে ঝাঁপিয়ে পড়বে, মাড়–ষের ঢল নামবে বাংলাদেশে।
আয়োজক সংগঠনের সভাপতি সৈয়দ মো. মিলনের সভাপতিত্বে সভায় লেবার পার্টির চেয়ারম্যান ডা. মোস্তাফিজুর রহমান ইরান, শিক্ষক নেতা জাকির হোসেন, কৃষক দলের কেন্দ্রীয় কমিটির সদস্য মিয়া মোহাম্মদ আনোয়ার, কে এম রকিবুল ইসলাম রিপন প্রমুখ উপস্থিত ছিলেন।