সামাজিক যোগাযোগের অন্যতম মাধ্যম ফেসবুক, ইনস্টাগ্রাম, হোয়াটসঅ্যাপ ও ম্যাসেঞ্জার ব্যবহারকারীরা বিশ্বজুরে সমস্যায় পড়েছেন। ফেসবুকে লগইনে সমস্যার পাশাপাশি ছবি ঠিকমতো লোডিং হচ্ছে না। যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্য ও ইউরোপের পাশাপাশি এশিয়ার বিভিন্ন দেশে এই সমস্যার সৃষ্টি হয়েছে। আজ বুধবার থেকে বাংলাদেশেও একই সমস্যায় পড়েছেন অনেক ফেসবুক ব্যবহারকারী।

ব্রিটিশ গণমাধ্যম ডেইলি মেইল‘র প্রতিবেদনে বলা হয়, ফেসবুকের সমস্যার কারণে ব্যবহারকারীদের মধ্যে প্রায় ৩৯ শতাংশ লগইন করতে পারছেন না। এ ছাড়া ছবি আপলোডের সমস্যার মুখে পড়েছেন ৩৩ শতাংশ ব্যবহারকারী। এ নিয়ে টুইটারে নিজেদের ক্ষোভ প্রকাশ করেছেন অনেক ফেসবুক ব্যবহারকারী। যদিও এর কারণ সম্পর্কে ফেসবুকের পক্ষ থেকে এখনো কিছু জানানো হয়নি। টেকনিক্যাল কারণে এই বিভ্রাট হতে পারে বলে প্রাথমিকভাবে মনে করা হচ্ছে।