গাজীপুরে প্রি-পেমেন্ট মিটার সম্পর্কে সচেতনতা বাড়াতে শনিবার বিশিষ্ট ব্যাক্তিবর্গের সঙ্গে গাজীপুর পল্লী বিদ্যুৎ সমিতি-১ এর মত বিনিময় ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। সমিতি বোর্ডের সভাপতি আব্বাস আলীর সভাপতিত্বে দুপুরে এ সভা অনুষ্ঠিত হয়। সমিতির সিনিয়র জিএম প্রকৌশলী যুবরাজ চন্দ্র পাল, গাজীপুর মেট্রোপলিটন পুলিশের এডিসি (ক্রাইম) মো. আব্দুল হানিফ, গাজীপুর সিটি কর্পোরেশনের কাউন্সিলর জাবেদ আলী, মো. শাহজাহান, রুহুন নেছা রুনা, গাজীপুর নাগরিক ফোরামের আহবায়ক এডভোকেট জালাল উদ্দিন ও সম্পাদক অধ্যাপক মুনীর হোসাইন মোল্লা, সমিতির ডিজিএম মোল্যা আবু জিহাদ, বাদল মিয়া ও নিয়াজ উদ্দিন, এজিএম বেলাল হোসেন, গ্রাহক প্রতিনিধি আফসার উদ্দিনসহ বিভিন গণ্যমান্য ব্যাক্তিবর্গ সমিতির নলজানীস্থ অডিটরিয়ামে অনুষ্ঠিত এ সভায় উপস্থিত ছিলেন।
সভায় বক্তারা ‘প্রধান মন্ত্রীর উদ্যোগ, ঘরে ঘরে বিদ্যুৎ’ বাস্তবায়নের লক্ষ্যে প্রি-পেমেন্ট মিটারের নানা ত্রুটি তুলে ধরে পরামর্শ দেন। জবাবে গাজীপুর পল্লী বিদ্যুৎ সমিতি-১ এর সিনিয়র জিএম প্রকৌশলী যুবরাজ চন্দ্র পাল ত্রুটিগুলো শীঘ্রই সমাধানের আশ^াস দেন।
সমিতি-১ এর সিনিয়র জিএম জানান, সরকারের সিদ্ধান্ত মোতাবেক চলতি বছরের ডিসেম্বরের মধ্যে গাজীপুর পল্লী বিদ্যুৎ সমিতি-১ এর আওতায় প্রায় দু’লাখ প্রি-পেমেন্ট মিটার স্থাপনের লক্ষ্য মাত্রা নির্ধারণ করা হয়েছে। ইতোমধ্যে ৩৬ হাজার মিটার স্থাপন করা হয়েছে। নির্ধারিত সময়ের মধ্যে অবশিষ্ট প্রায় এক লাখ ৭৪ হাজার মিটার স্থাপনের জন্য সমিতির কর্মীরা একযোগে কাজ করছে।