নানা ধরনের নেতিবাচক কর্মকাণ্ডের জন্য বির্তকিত পরিস্থান পরিবহনের চেয়ারম্যান ও ঢাকা মহানগর উত্তর মহিলা আওয়ামী লীগের সদস্য শেখ শিরিন শান্তির ছেলেকে ইয়াবাসহ গ্রেপ্তার করেছে পুলিশ। গত বৃহস্পতিবার রাতে পল্লবীর ১১ নম্বর সেকশনের সি-ব্লক এভিনিউ-৫ এলাকা থেকে অর্ধশত ইয়াবাসহ শেখ নাজমুল হক সৈকতকে গ্রেপ্তার করে পুলিশ। এ সময় গ্রেপ্তার করা হয় সৈকতের সহযোগী অনিক আহম্মেদ দিপুকেও।
এ ঘটনায় পল্লবী থানার উপপরিদর্শক (এসআই) মো. নুরে আলম বাদী হয়ে বৃহস্পতিবার রাতেই সৈকত ও দিপুর বিরুদ্ধে মামলা দায়ের করেছেন। আওয়ামী লীগের সদস্য শেখ শিরিন শান্তি মিরপুর পল্লবী থানা মহিলা আওয়ামী লীগের প্রস্তাবিত সভানেত্রী।
এজাহারে এসআই নুরে আলম উল্লেখ করেন, পল্লবীর ১১ নম্বর সেকশনের সি-ব্লক এভিনিউ-৫ এলাকায় একদল মাদক ব্যবসায়ী ইয়াবার চালান পাচার করছে এমন সংবাদের ভিত্তিতে বৃহস্পতিবার রাত সাড়ে ৯টার দিকে ওই এলাকায় অভিযান চালান তিনি। এ সময় পুলিশের উপস্থিতি টের পেয়ে সৈকত ও দিপু পালানোর চেষ্টা করে। একপর্যায়ে দৌঁড়ে তাদের আটক করা হয়। পরে সৈকতের কাছ থেকে ৪০ পিস ও দিপুর কাছ থেকে ১০ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করেন তারা। এসআই নুরে আলম জানান, প্রাথমিক জিজ্ঞাসাবাদে গ্রেপ্তারকৃতরা স্বীকার করেছেন, বিক্রির জন্যই তারা ইয়াবাগুলো নিজেদের কাছে রেখেছিলেন।
তিনি বলেন, ‘একজন মাদক ব্যবসায়ীর পরিচয় তিনি অপরাধী। তিনি কি বা কার ছেলে সেটা পুলিশের কাছে বিবেচ্য বিষয় নয়। এই চক্রের অন্য সদস্যদের গ্রেপ্তারের চেষ্টা অব্যাহত রয়েছে।’