কোনও সংবাদ প্রকাশের আগে সত্যতা যাচাই করে,তারপর ভেবেচিন্তে প্রকাশ করতে গণমাধ্যমের প্রতি আহ্বান জানিয়েছেন তথ্যমন্ত্রী ড. হাছান মাহমুদ।
বুধবার (২৯ মে)প্রেস ক্লাবে বঙ্গবন্ধু সাংস্কৃতিক জোট আয়োজিত সুবির নন্দী স্মরণে আলোচনা সভায় তিনি একথা বলেন।হাছান মাহমুদ বলেন, ধান ক্ষেতের এক পাশে আগুন দিয়ে ছবি তুলে, ভিডিও করে সামাজিক যোগাযোগ মাধ্যমে ছেড়ে দেওয়া হয়েছে। ধান ক্ষেতে আগুন দিয়েছে কৃষক-এই খবর সর্বত্র প্রকাশিত হয়েছে। ভারতের ধানে আগুন দেওয়ার ছবি বাংলাদেশের বলে চালিয়ে দেওয়া হচ্ছে। এই যে সংবাদগুলো পরিবেশন করা হয়, তার এফেক্ট কি সমাজের ওপর পড়ে না? এর সত্যতা আছে কিনা, ভেবেচিন্তে দেখে এই ধরনের সংবাদ প্রকাশ করবেন।
সামাজিক যোগাযোগ মাধ্যমকে আন-এডিটেড প্ল্যাটফর্ম উল্লেখ করে তিনি বলেন, এখানে যে কেউ মতামত প্রকাশ করছে, ভিডিও আপলোড করছে, বক্তব্য দিচ্ছে। যা সমাজে অস্থিরতা সৃষ্টি করছে। ফলে অনেক সময় সরকার সমালোচনার শিকার হচ্ছে।
বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া ন্যায়নিষ্ঠ থাকলে কারাগারে যেতেন না বলে মন্তব্য করেছেন আওয়মী লীগের প্রচার ও প্রকাশনা সম্পাদক এবং তথ্যমন্ত্রী ড. হাছান মাহমুদ। বিএনপির নেতাদের সাম্প্রতিক মন্তব্যের জবাবে তথ্যমন্ত্রী বলেন, বিএনপি নেতারা বলেছেন, অন্যায়ের সঙ্গে আপোষ করলে খালেদা জিয়া কারাগারে থাকতেন না। প্রকৃত সত্য হলো, তিনি যদি অন্যায় না করতেন, যদি ন্যায়নিষ্ঠ থাকতেন, তাহলে কারাগারে যেতেন না। ন্যায়নিষ্ঠ ছিলেন না বিধায়, বেগম খালেদা জিয়া আজকে কারাগারে। তিনি যদি এতিমের টাকা আত্মসাৎ না করতেন, তাহলে তো তার বিরুদ্ধে মামলাই হতো না।
প্রয়াত সংগীত শিল্পী সুবীর নন্দী প্রসঙ্গে বলেন, তিনি একজন কালজয়ী সংগীত শিল্পী ছিলেন। সুবীর নন্দী বাংলা গান ও সংস্কৃতিকে সমৃদ্ধ করেছেন।বঙ্গবন্ধু সাংস্কৃতিক জোট সভাপতি ও সাবেক সংসদ সদস্য সারহা বেগম কবরীর সভাপতিত্বে অনুষ্ঠানে উপস্থিত ছিলেন প্রধানমন্ত্রীর বিশেষ সহকারী ব্যারিস্টার বিপ্লব বড়–য়াা, সাবেক খাদ্যমন্ত্রী মন্ত্রী কামরুল ইসলাম প্রমুখ।