প্রিয়তমা,
ধীরে ধীরে তুমি কেমন আমার সর্বস্ব কেড়ে নিলে
আমার সকাল,,আমার সন্ধ্যা,,আমার রাত্রি
আমার আকাশ,,আমার একলা চাঁদ,,,উঠন জোঁড়া জোছনা
সবটুকু,,,সব, সব সবটা কেড়ে নিলে,,তোমাকে ছাড়া যে
নিঃশ্বাসটুকু নিতেও কষ্ট হয়,,সেই তুমি, আমার তুমি।।।
প্রিয়তমা,
ধীরে ধীরে তুমি কেমন আমার হয়ে গেলে
তোমার গন্ধ ছাড়া আমার হাসনুহেনা গন্ধ ছড়ায় না
মালতী গুলো তোমার ছোঁয়ায় হয়ে উঠে রমনী
পর্তুলিকা গুলো তোমার স্পর্শ ছাড়া অবুঝ হয়ে রয়
বেলী ফুলের জলে রোজ স্নান করি,,তৃষার্ত হৃদয়
শুধু তোমায় চায়,,খুব চায়,,,সেই তুমি,,আমার তুমি।।।
প্রিয়তমা,
ধীরে ধীরে আমিও যে শুধু তোমার হয়ে গেলাম
তোমার চোখের সমুদ্রতলে ডুবতে ডুবতে আমি
নিঃশ্বেষ হতে চাই,,আমার সারাটাদিন,, আমার সারাটারাত
আমার একাকিত্ব,,আমার পাওয়া না পাওয়ার হিসেব
সবটা তোমাকে বলতে চাই,,তুমি থাকবেনা পাশে?
আমি আবার বাঁচতে চাই,,,সেই তুমি,,আমার তুমি।।।