পরিবেশেরহাজার জন্য মারাত্মক ক্ষতিকর দূষিত তরল বর্জ্য অপরিশোধিত অবস্থায় সরাসরি পরিবেশে নির্গমন করে পরিবেশ ও প্রতিবেশের ক্ষতিসাধন করায় সোমবার গাজীপুরসহ তিনটি জেলার ৫টি কারখানাকে মোট ৯২ লাখ ৬৭ হাজার টাকা ক্ষতিপূরণ ধার্য করে জরিমানা করেছে পরিবেশ অধিদপ্তরের মনিটরিং এন্ড এনফোর্সমেন্ট উইং।
পরিবেশ অধিদপ্তর ঢাকা সদর দপ্তরের সহকারী পরিচালক সালমান চৌধুরী শাওন জানান, পরিবেশ দূষণবিরোধী অভিযান ও পরিবেশ সংরক্ষণ কার্যক্রমের অংশ হিসেবে সোমবার পরিবেশ অধিদপ্তরের পরিচালক (মনিটরিং এন্ড এনফোর্সমেন্ট উইং) রুবিনা ফেরদৌসী পরিবেশ দূষণের দায়ে গাজীপুর, ঢাকা ও টাঙ্গাইল জেলার মোট ৫টি কারখানার মালিক/প্রতিনিধিকে ৯২ লাখ ৬৭ হাজার টাকা ক্ষতিপূরণ ধার্য করে জরিমানা করেন। পরিবেশের জন্য মারাত্মক ক্ষতিকর দূষিত/নির্ধারিত মানমাত্রা বহির্ভূত তরল বর্জ্য অপরিশোধিত অবস্থায় সরাসরি পরিবেশে নির্গমন করে জনজীবন এবং পরিবেশ ও প্রতিবেশের ক্ষতিসাধন করায় এ ক্ষতিপূরণ ধার্য করা হয়। এর আগে মনিটরিং কার্যক্রমের অংশ হিসেবে মনিটরিং এন্ড এনফোর্সমেন্ট টিম ওইসব কারখানা ও প্রতিষ্ঠাণসহ বিভিন্ন শিল্প প্রতিষ্ঠান পরিদর্শন করেন। এসময় তারা কারখানা হতে নির্গত তরল বর্জ্যরে নমুনা কারখানার ইটিপি’র আউটলেট ও বাইপাস লাইন হতে সংগ্রহ করে তা বিশ্লেষণের ফলাফলে পরিবেশ সংরক্ষণ বিধিমালা, ১৯৯৭ অনুযায়ী গ্রহণযোগ্য মানমাত্রার বর্হিভুত দেখতে পান।