গলফ চ্যাম্পিয়ন টাইগার উডসকে আমেরিকার সর্বোচ্চ বেসামরিক সম্মান ‘প্রেসিডেন্সিয়াল মেডেল অফ ফ্রিডম’ দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। অনুষ্ঠানে উডসকে ‘ক্রীড়া ইতিহাসের অন্যতম শ্রেষ্ঠ অ্যাথলেট’ বলে উল্লেখ করেন ট্রাম্প। মঙ্গলবার রোজ গার্ডেনের ওই অনুষ্ঠানে প্রেসিডেন্ট বলেন, ‘বিশ্বে আমেরিকার শ্রেষ্ঠত্বের প্রতীক টাইগার উডস।’

চলতি বছর মাস্টার্স প্রতিযোগিতায় জেতার পরেই টাইগার উডসকে দেশের সর্বোচ্চ বেসামরিক সম্মান জানানোর কথা ঘোষণা করেন প্রেসিডেন্ট ট্রাম্প। ব্যক্তিগত জীবনের একাধিক সমস্যা সামলে প্রায় একদশক পর সেসময় আবারও কোনো বড় মাপের খেতাব জেতেন উডস।

এই গলফ চ্যাম্পিয়নকে ঘিরে অজস্র রকমের সমালোচনা রটলেও উডসের সঙ্গে বরাবর ঘনিষ্ঠ সম্পর্ক বজায় রেখেছেন ট্রাম্প। এমনকি দুবাইতে টাইগারের নকশায় তৈরি বিশেষ গলফ কোর্সের রক্ষণাবেক্ষণের দায়িত্ব নিয়েছে ট্রাম্প ফাউন্ডেশন।

পাশাপাশি, ব্যক্তিগত স্তরেও প্রেসিডেন্টের সঙ্গে উডসের বন্ধুত্ব মজবুত হয়েছে। দু’জনকে একসঙ্গে গলফ খেলতে দেখা গেছে বেশ কয়েকবার। এরমধ্যে গত ফেব্রুয়ারিতে ফ্লোরিডার জুপিটারে ট্রাম্প ন্যাশনাল গলফ ক্লাবেও তাদের খেলতে দেখা যায়।