টেকনাফের শিলবনিয়াপাড়ার ৬ ভাই—ইয়াবা কিং হাজী সাইফুল করিম, রেজাউর করিম, রফিকুল করিম, আশাদুল করিম, মাহাবুবুল করিম ও রাশেদুর করিম। এই ছয় ভাই মিলে গড়ে তুলেছেন দেশের সবচেয়ে বড় ইয়াবা সিন্ডিকেট। দেশব্যাপী ইয়াবার যে বিশাল নেটওয়ার্ক—তার পুরোটাই এই সিন্ডিকেটের নিয়ন্ত্রণে।

সরকারি বিভিন্ন সংস্থা ও স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের তথ্যমতে, এই সিন্ডিকেটটিই বাংলাদেশের প্রধান ইয়াবা সিন্ডিকেট। এর নেতৃত্বে রয়েছেন—দেশের এক নম্বর ইয়াবা ব্যবসায়ী ইয়াবা কিং খ্যাত হাজী সাইফুল করিম। গত এক যুগে প্রভাবশালী এই ইয়াবা সিন্ডিকেটকে কেউ আঁচড় দেওয়ারও সাহস পায়নি। অবশেষে গতকাল শুক্রবার রাতে এই সিন্ডিকেটের অন্যতম দুই সদস্য ১০ হাজার ইয়াবা ও ৪টি অগ্নেআস্ত্রসহ টেকনাফে পুলিশের হাতে আটক হয়েছেন।

আটকরা হলেন—৬ ভাইয়ের দুই সহোদর রাশেদুল করিম ও মাহাবুবুল করিম। টেকনাফ থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি প্রদীপ কুমার দাশ জানিয়েছেন, গোপন সংবাদের ভিত্তিতে টেকনাফ থানার পুলিশ নিয়ে শিলবনিয়াপাড়ায় ইয়াবা ব্যবসায়ী হাজী সাইফুল করিমের বাড়িতে অভিযান শুরু করা হয়। পুলিশের উপস্থিতি টের পেয়ে সাইফুল করিমের ভাই শীর্ষ ইয়াবা ব্যবসায়ী রাশেদুল করিম ও মাহাবুবুল করিম পালিয়ে যাওয়ার চেষ্টা করেন। এ সময় ৪টি অস্ত্র ও ১০ হাজার ইয়াবাসহ দুই ভাইকে পুলিশ আটক করে। আসামিদের জিঙ্গাসাবাদ করে ইয়াবা ও অস্ত্র উদ্ধারের ঘটনায় মামলা দায়েরের প্রস্তুতি চলছে। ইয়াবা ব্যবসায়ী সাইফুল করিম মাদকবিরোধী সাঁড়াশি অভিযান শুরু হলে আত্মগোপনে চলে যান।