পাবনা শহর দিয়ে প্রবাহিত ঐতিহ্যবাহি ইছামতি নদী উদ্ধার, অবৈধ দখলদার উচ্ছেদ ও পানি প্রবাহের দাবীতে কাফনের কাপড় পড়ে অব্যাহত বৃষ্টি উপেক্ষা করে মানববন্ধন করেছেন নানা শ্রেণিপেশার মানুষ। আজ শনিবার বেলা ১১ টায় জাতীয় নদী কমিশনের চেয়ারম্যান ড. মজিবুর রহমান হাওলাদারের পাবনায় আগমন উপলক্ষে পাবনার ইছামতি নদী রক্ষা আন্দোলন এই মানববন্ধনের আয়োজন করে।
শহরের প্রাণ কেন্দ্র আব্দুল হামিদ রোডস্থ খেয়াঘাট ইছামতি নদীপাড় এলাকায় ঘন্টাব্যাপী এই মানববন্ধনে একাত্মতা প্রকাশ করে অংশ নেন জেলা পরিষদ চেয়ারম্যান, জেলা আওয়ামীলীগের সিনিয়র সহসভাপতি রেজাউল রহিম লাল। মানববন্ধন চলাকালে ইছামতি নদী উদ্ধার, অবৈধ দখলদার উচ্ছেদ ও নদীতে পানি প্রবাহের দাবী জানিয়ে বক্তব্য দেন, কৃষিবীদ জাফর সাদেক, পাবনা কলেজের সাবেক অধ্যক্ষ মাহাতাব উদ্দিন বিশ্বাস, ইছামতি নদী রক্ষা আন্দোলনের সভাপতি এসএম মাহবুবুর রহমান ও সম্পাদক হাবিবুর রহমান প্রমুখ।
মানববন্ধনে কবি, লেখক, সাংবাদিক, রাজনীতিবিদ, সাংস্কৃতিক কর্মিসহ নানা শ্রেণিপেশার মানুষ অংশগ্রহণ করেন।