প্রথমবারের মতো বৈঠক করলেন দুই পরমাণু শক্তিধর দেশের নেতা রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন ও উত্তর কোরিয়ার নেতা কিম জং উন। বৃহস্পতিবার রাশিয়ার পূর্বাঞ্চলীয় বন্দর নগরী ভ্লাদিভস্তকের কাছাকাছি প্রশান্ত মহাসাগরের রাস্কি দ্বীপে এই দুই নেতার বৈঠক হয়।
বৈঠকে দুই নেতা তাদের মাঝে পারস্পরিক সুসম্পর্ক আরও এগিয়ে নেয়ার বিষয়ে প্রতিশ্রুতি দিয়েছেন।
এবিষয়ে ক্রেমলিন জানিয়েছে, দুই নেতার মাঝে পরমাণু নিরস্ত্রীকরণ নিয়ে আলোচনা হয়েছে। বিশ্লেষকরা বলছেন, যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে কিম জং উনের আলোচনা ফলপ্রসূ না হওয়ায় উত্তর কোরিয়া এখন রুশ সমর্থন পেতে চাইছে। ভিয়েতনামের হ্যানয়ে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সাথে উত্তর কোরিয়ার পরমাণু কর্মসূচি নিয়ে আলোচনা কোনও সমঝোতায় পৌঁছাতে ব্যর্থ হয় ।
উদ্বোধনী বক্তব্যে রুশ ও উত্তর কোরিয় নেতা দুই দেশের দীর্ঘদিনের সুসম্পর্কের ইতিহাসের কথা উল্লেখ করেন ।
প্রেসিডেন্ট পুতিন বলেন, কোরিয়ান অঞ্চলে বিরাজমান উত্তেজনা প্রশমনের ক্ষেত্রে রাশিয়া সহায়তা করতে চায়।
তিনি বলেন, আমি আত্মবিশ্বাসী যে আপনার রাশিয়া সফরের ফলে কোরিয় উপদ্বীপের বর্তমান পরিস্থিতি কিভাবে সমাধান করতে পারি এবং চলমান প্রক্রিয়ায় রাশিয়া কিভাবে ইতিবাচক উপায়ে ভূমিকা রাখতে পারে তা ভালোভাবে অনুধাবনে আমাদের সাহায্য করবে। কিম বলেন, দুদেশের মধ্যে সম্পর্কের উন্নয়নের জন্য একটি কার্যকর বৈঠক হবে যাদের দীর্ঘ বন্ধুত্বের ইতিহাস রয়েছে। উত্তর কোরিয় নেতা কিম জং উন গতকাল বুধবার রাশিয়া পৌঁছানোর পর তাকে অভ্যর্থনা জানানো হয়।