যারা খাদ্যে ভেজাল দেন তারা আগুন সন্ত্রাসীদের চেয়েও ভয়ঙ্কর বলে মন্তব্য করেছেন সংশ্লিষ্ট মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় কমিটির সভাপতি মোহাম্মদ নাসিম। বুধবার (১০ এপ্রিল) জাতীয় সংসদের মিডিয়া সেন্টারে সাংবাদিকদের ব্রিফিংকালে তিনি এ কথা বলেন। এসময় পাশে ছিলেন, খাদ্যমন্ত্রী সাধন চন্দ্র মজুমদার, কমিটির সদস্য ও সংসদ সদস্য নুরুল ইসলাম নাহিদ, কমিটির সদস্য হুইপ আতিউর রহমান আতিকসহ অনেকে।
সাবেক মন্ত্রী মোহাম্মদ নাসিম বলেন, খাদ্যে যারা ভেজাল মেশান, তারা ক্ষমাহীন অপরাধ করছেন। আমরা এখন খাদ্যে স্বয়ংসম্পূর্ণতা অর্জন করেছি। এখন কেন নিরাপদ খাদ্য নিশ্চিত করতে পারবো না? এজন্য ভেজাল বিরোধী অভিযান জোরদার করতে হবে।
আসন্ন রমজানে অহেতুক দাম না বাড়ানোর আহ্বান জানিয়ে তিনি বলেন, খাদ্যে ভেজাল দেবেন না। যিনি খাদ্যে ভেজাল মেশাচ্ছেন তিনি তার স্বজনদের হত্যার অপরাধ করছেন, নিজেকে হত্যা করার ব্যবস্থা করছেন। যারা খাদ্যে ভেজাল দেন, তারা আগুনো পোড়ানো রাজনীতির চেয়েও ভয়ঙ্কর। মানুষ হত্যা করার চেয়ে ভয়ঙ্কর। মুনাফা লোভী ওই ব্যবসায়ীদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে হবে।