নারায়ণগঞ্জের ফতুল্লায় গ্যাস সিলিন্ডার বিস্ফোরণে দগ্ধ ফাতেমা আক্তারও মারা গেছেন। আজ সোমবার সকালে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালের বার্ন ইউনিটের এইচডিইউ-তে মারা যান তিনি। এর আগে রোববার রাতে মারা যায় তার ছেলে সাফওয়ান।
বার্ন ইউনিটের চিকিৎসকরা জানিয়েছেন, ফাতেমা আক্তারের শরীরের ৯৪ ভাগই পুড়ে গিয়েছিল। বার্ন ইউনিটে চিকিৎসাধীন তার অপর দুই সন্তান ছেলে রাফি (১১) এবং মেয়ে ফারিয়ার (৯) অবস্থাও আশঙ্কাজনক।
উল্লেখ্য, গেল শনিবার রাতে নারায়ণগঞ্জের ফতুল্লার গিরিধারা আবাসিক এলাকার নিজ বাসায় সিলিন্ডার লিকেজ থেকে বিস্ফোরণে দগ্ধ হন তিন সন্তানসহ ফাতেমা। পরে তাদের ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালের বার্ন ইউনিটে ভর্তি করা হয়।