নওগাঁয় শহরের আটাপট্টিতে সোমবার দুপুরে একটি প্লাস্টিকের গোডাউনে অগ্নিকাণ্ড ঘটেছে। দুপুর আড়াইটায় আরএফএল-এর নওগাঁর ডিলার মজনুর রহমানের পাঁচতলা ভবনে আগুন লাগে। পরে নওগাঁ ও মহাদেবপুর ফায়ার সার্ভিসের চারটি ইউনিটের প্রায় ৪৫ মিনিটের অক্লান্ত চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আসে। অগ্নিকাণ্ডে প্লাস্টিক পণ্যের ব্যাপক ক্ষতি হলেও হতাহতের কোনো খবর পাওয়া যায় নি।
নওগাঁ ডিসি মিজানুর রহমান বলেন, অগ্নিকাণ্ডের কারণ ও ক্ষয়ক্ষতির নির্ণয়ে এডিসি (সার্বিক) মো. মাহবুবুর রহমান কে প্রধান করে তিন সদস্যের একটি তদন্ত কমিটি গঠন করা হয়েছে। নওগাঁ ফায়ার সার্ভিসের সহকারি উপ-পরিচালক এ কে এম মোরশেদ বলেন, বৈদ্যুতিক সট সার্কিট থেকে এই অগ্নিকাণ্ডের সূত্রপাত হতে পারে। অগ্নিকাণ্ডের খবর পেয়ে নওগাঁ সদর-৫ আসনের এমপি নিজাম উদ্দিন জলিল জন, ডিসি মিজানুর রহমান, নওগাঁ পৌর মেয়র নাজমুল হক সনি ও নওগাঁ সদর থানার ওসি আব্দুর হায় ঘটনাস্থল পরিদর্শন করেন।